আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আটটি আসনে আগের প্রার্থীর পরিবর্তে নতুন নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিবর্তিত আসন ও প্রার্থীরা হলেন-কিশোরগঞ্জ–২ আসনে মাওলানা শফিকুল ইসলামের পরিবর্তে শাহরিয়ার জামান রানা; সিলেট–৩ আসনে মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরীর পরিবর্তে মাওলানা মুসলেহ উদ্দিন রাজু; নওগাঁ–২ আসনে মাওলানা মুস্তাফিজুর রহমানের পরিবর্তে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর চৌধুরী; গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী আংশিক) আসনে মাওলানা জাহিদ আল মাহমুদের পরিবর্তে মাওলানা ইমরান হোসাইন আফসারীকে মনোনীত করা হয়েছে।
এছাড়া গোপালগঞ্জ–২ আসনে মাওলানা কাউসারের পরিবর্তে মুফতি শোয়াইব ইব্রাহিম; রাজবাড়ী–২ আসনে মাওলানা ইব্রাহিম খলিলের পরিবর্তে মাওলানা কুতুবুদ্দিন; ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনে মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকীর পরিবর্তে মুফতি আমজাদ হোসাইন আশরাফী এবং নারায়ণগঞ্জ–৪ আসনে মাওলানা আবু সাঈদের পরিবর্তে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন খন্দকার আনোয়ার হোসাইন।