গণতান্ত্রিক সংস্কার জোটের সভা
দেশের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও ওসমান হাদির স্বাস্থ্যগত সর্বশেষ অবস্থা পর্যালোচনার জন্য বুধবার সন্ধ্যায় এক জরুরি সভায় মিলিত হন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতৃবৃন্দ।
জোটের মুখপাত্র নাহিদ ইসলামের সভাপতিত্বে সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ সভাপতি সাইদুল খন্দকারসহ জোটভুক্ত তিন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়ার মাধ্যমে এ সভা শুরু হয়।
সভায় এখনো হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় এবং দেশের সামগ্রিক নিরাপত্তা ও নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর আরো উদ্যমী ও সঠিক ভূমিকা দাবি করে ওসমান হাদির উপর হামলার সুষ্ঠু তদন্ত ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের নিন্দা জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদের জন্য সমন্বিত প্রার্থী বাছাইয়ের জন্য ও জোটের রাজনৈতিক ইশতেহার, ব্র্যান্ডিং ও প্রচারণা কৌশল তৈরির জন্য পৃথক দুটি উপ-কমিটি গঠন করা হয়।
সভায় ফ্যাসিবাদের মূল শক্তি এবং তাদের দোসরদের নানাভাবে প্রতিষ্ঠিত করার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করা হয়।
এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির নেতৃবৃন্দ এ ব্যাপারে তীব্র সমালোচনা করে বলেন প্রয়োজনে জেলা ও আসন ভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন করে ফ্যাসিবাদের প্রক্সিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
তিন দলের নগর, জেলা ও তৃণমূলে সমন্বয় সভা করার ব্যপারে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটওয়ারী, সামান্থা শারমিন, সারোয়ার তুষার, আরিফুল ইসলাম আদীব, নাহিদা সারোয়ার নিভা, অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সরোয়ার তুষার, মনিরা শারমিন, আল আমিন হোসাইন, মাজহারুল ইসলাম ফকির; এবি পার্টির ডা. আব্দুল ওহাব মিনার, কর্নেল (অব.) দিদারুল আলম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, খালিদ হাসান, ব্যারিস্টার আব্বাস ইসলাম নোমান এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের এ. জেড. নিজাম উদ্দিন ঠাকুর, দিদার ভূঁইয়া, মোহাম্মদ সোহেল, ইবনুল সাঈদ রানা, উম্মে হাবীবা মায়া ও লামিয়া ইসলাম প্রমূখ।