জনসমাবেশে জামায়াত আমির
উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কাছে কোন কার্ড নেই। আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকের মধ্যে একটা কার্ড চাই। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। এতোদিন স্লোগান দিয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। এখন থেকে স্লোগান হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ।
শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন।
দশ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেন, আমি বক্তৃতা দিতে আসি নাই সাক্ষী হতে এসেছি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গ দরিদ্র নয় বরং দরিদ্র করে রাখা হয়েছে। উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না বরং কাজ তৈরি করে দিতে চাই। নদী আল্লাহর দান। ৪টা নদী শুকিয়ে গিয়েছে। এদেশের কি মা বাবা ছিল না? তাহলে নদী মরে গেল কেন বলেও প্রশ্ন করেন জামায়াত আমির। ওরা নির্বাচনের কোকিল। নির্বাচন আসলে ডেকে উঠে কুহু কুহু। কিন্তু আমরা আপনাদের সাথেই ছিলাম।
তিনি আরো বলেন, আমরা দেশ এবং দেশের জনগণকে রেখে কোথাও চলে যাইনি। আমরা শত নির্যাতনের মধ্যেও আপনাদের সাথে ছিলাম। আগামীতেও একসাথে দেশ গড়ব ইনশাআল্লাহ। উত্তরবঙ্গেকে নতুন করে গড়ে তুলব। চৌষট্টি জেলায় চৌষট্টি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা বলবেন টাকা পাব কোথায়? দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়। আমরা এই টাকা ওদের গলার মধ্যে থেকে নিয়ে আসব ইনশাআল্লাহ।
শফিকুর রহমান বলেন, যদি আপনারা আমাদের সুযোগ দেন, তাহলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার টাকা পাচার রুখে দিব। নতুন কোনো দুর্বৃত্ত, নতুন কোনো কাপড় পড়ে আসতে না পারে তুমি আল্লাহ তাদেরকে রুখে দাও। ১২ তারিখ সত্যের বিজয় তুমি আল্লাহ দান কর।