ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম সম্প্রতি এক বক্তব্যে বলেন, ‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে DEAL করব।’ তার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি বলেছেন, এবার আর কোনো ডিল বা চুক্তি করার সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামিম লেখেন, ‘সাদিক কায়েম গতকাল বক্তব্যে বলেছেন—‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গে সেভাবে DEAL করব।’
তিনি আরো বলেন, DEAL শব্দচয়ন ঠিকই করেছেন, কারণ DEAL বলতে সাধারণত ‘চুক্তি’ বোঝায়। তবে এবার সে সুযোগ আর দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
হামিম দাবি করেন, ছাত্রলীগের মিছিল করা, ‘নৌকা নৌকা’ স্লোগান দেওয়া এবং হল কিংবা বিভিন্ন অনুষদের ছাত্রলীগ কমিটির নেতা হয়ে ফ্যাসিবাদী আমলে সুবিধাভোগী থাকার যে ‘চুক্তি’ হয়েছিল, তা এবার আর সম্ভব নয়।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে, যাতে কোনো গুপ্ত বা ভণ্ড-প্রতারক তাদের দলে অনুপ্রবেশ করতে না পারে।
কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক হামিম আরো বলেন, ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম-খুন, হামলা ও মামলার শিকার হয়ে সবচেয়ে বেশি জর্জরিত।
ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ করে তিনি বলেন, তার কথায় এখনো ফ্যাসিবাদের সুর রয়ে গেছে। নতুন করে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো ডিল হয়েছে কি না, সেটিও জানতে চান তিনি।
শেষে হামিম সাদিক কায়েমকে সংযত ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে বলেন, “মুখের ভাষা ভালো করুন, কণ্ঠে গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধির সুর আনুন।” অন্যথায় ছাত্রলীগ যেভাবে বিতাড়িত হয়েছে, একই পথে তাদেরও যেতে হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।