হোম > রাজনীতি > জামায়াত

ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

আমার দেশ অনলাইন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে দিনাজপুর জেলাকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার দিনাজপুরে ১০ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন ।

এর আগে পঞ্চগড়ের জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির বলেন, ‘আমি আজ এখানে বক্তৃতা দিতে আসিন, সাক্ষী দিতে এসেছি। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। এই অঞ্চল আমাদের কলিজার অংশ। অথচ ইচ্ছে করেই একে পিছিয়ে রাখা হয়েছে, অবহেলা করা হয়েছে। আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সব সমস্যার সমাধান সম্ভব।’

তিনি বলেন, ‘আল্লাহ তাআলা দায়িত্ব দিলে আমরা প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলব। পঞ্চগড়েও বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। যারা ভেবেছেন এত টাকা কই পাব; ২৮ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘উত্তরবঙ্গকে আমরা শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো আবার চালু করতে চাই। আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়েই দায় ও দয়ার বাংলাদেশ গড়তে চাই। আমরা যুবসমাজের হাত শক্তিশালী করব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমাদের কোনো কার্ড নেই। আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের কার্ড। এতদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে, কিন্তু ভারসাম্য ছিল না। এবার আমরা স্লোগান দেব, তেতুলিয়া থেকে টেকনাফ।’

তিনি বলেন, ‘কেউ কেউ বসন্তের কোকিল—উড়ে এসে জুড়ে বসে। কিন্তু আমরা দুঃখ-কষ্টের সময় দেশবাসীকে ফেলে কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না ইনশাআল্লাহ ‘

‘১২ তারিখে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। আর কোনো পুরোনো দুর্বৃত্ত যেন নতুন কোনো পোশাকে ফিরে আসতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’ যোগ করেন ডা. শফিকুর রহমান।

তাদের নির্বাচিত করবেন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে, প্রভু খুঁজবে না

আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না

বক্তৃতা দিতে আসিনি, সাক্ষী দিতে এসেছি— কেন বললেন জামায়াত আমির

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই

দেশে আসার আগেই যে দিল্লির কাছে দস্তখত দেয়, তার কাছে দেশ নিরাপদ নয়

পঞ্চগড় দুই আসনকে বৈষম্যমুক্ত করার ঘোষণা জামায়াতের প্রার্থীর

ফজর পড়েই নির্বাচনি প্রচারে জামায়াত জোটের প্রার্থীরা

জামায়াত আমির আসার আগেই কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল

উত্তরাঞ্চলের ৪ জেলায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমির