মিরপুর টেস্টে রানপাহাড়ে
২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তাদের গড়ে দেওয়া ভিতে ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তাতে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়াল ৫০৯ রান।
চতুর্থ দিনের প্রথম সেশনে দারুণ খেলতে থাকা মমিনুল হক ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে আর মুশফিকুর রহিম ছিলেন হাফ সেঞ্চুরির কাছাকাছি। দ্বিতীয় সেশনে মুশফিকের ফিফটি পূর্ণ হওয়ার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এর আগে অবশ্য মমিনুলের সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ৮৭ রানে আউট হওয়ায় আর মমিনুলের সেঞ্চুরি পাওয়া হয়নি। তার বিদায়ের পরপরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এছাড়া ৭৮ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেন সাদমান ইসলাম।
এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর, দ্বিতীয় ইনিংসে ফিফটি করেন মুশফিকুর রহিম। তাতে রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার রেকর্ড গড়লেন মুশফিক।
আয়ারল্যান্ডের হয়ে গ্যাভিন হোয়ে ৮৪ রানে নেন দুই উইকেট।