হোম > খেলা

মুশফিকের ওপর বিশ্বাস আছে মমিনুলের

স্পোর্টস রিপোর্টার

দিনের শেষ বেলায় খানিকটা সময় নষ্ট করে আয়ারল্যান্ড। ফলে নিজের শততম টেস্টে সেঞ্চুরিটা পাওয়া হয়নি মুশফিকুর রহিমের। ৯৯ রানে অপরাজিত থেকে ফেরেন ড্রেসিংরুমে। আগামীকাল সকালে সেঞ্চুরি করে হয়তো উদযাপন করবেন নিজের শততম টেস্ট। ৯৯ রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরা মুশফিক কী সেঞ্চুরি জন্য উতলা হয়ে থাকবেন সারারাত? নাকি খানিকটা নার্ভাসনেস হয়ে পড়বেন? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। কিন্তু তেমন কিছুই হবে না বলে বিশ্বাস মমিনুল হকের।

৪ উইকেটে ২৯১ রান তুলে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করে বাংলাদেশ। ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। তার এ নার্ভাস নাইন্টিজে আটকে থাকা নিয়ে মমিনুল বলেন, ‘আমিও জানি যে ওই জায়গায় উনি প্যানিক হয় না। ওই কারণে আত্মবিশ্বাসটা আছে যে, কালকে গিয়ে অন্য কেউ থাকলে হয়তো একটু প্যানিক থাকতাম। উনি যেহেতু আছে, আমার মনে হয় উনিও প্যানিক হয় না, আমরাও কেউ প্যানিক না। কাল গিয়ে ইনশাআল্লাহ হয়ে যাবে।’ তবে মুশফিকের সেঞ্চুরি গতকালই হয়ে যাবে এমনটা মনে হয়েছিল সবার। এ নিয়ে মমিনুল বলেন, ‘একসময় মনে হচ্ছিল যে আজ (গতকাল বুধবার) হয়ে যাবে। যদিও ওরা লেট করছে। এ কারণে হয়তো হয়নি। আর আমিও মানে খুব বেশি ওয়ারিড না।’

শেষ বেলায় আইরিশদের এমন সময় নষ্ট করা দেখে খানিকটা হতাশ বাংলাদেশ। এ নিয়ে মমিনুল বলেন, ‘এ সময় তো সবাই চাইবে। কারণ দুজনেরই একজনের, দুজনেরই মাইলস্টোন ছিল। অবশ্যই যে কেউ চাইবে এ সময় করার জন্য। ওরা অবশ্যই স্লো করছে, অনেক স্লো ছিল, সবাই চাচ্ছিল।’

শততম টেস্টে মুশফিকের কোনো পরিবর্তন দেখা গেছে কি না এ প্রশ্নের জবাবে মমিনুলের ভাষ্য, ‘ফেসিয়াল এক্সপ্রেশন তো দেখে আমার কাছে মনে হয় না যে কোনোভাবে সে নার্ভাস ছিল অথবা ছবিটবি তুললে হয়তো বুঝতে পারবেন। না নরমালি ছিল। উনি আগে যেরকম ছিল, ১০০ ম্যাচ খেলার আগে যেরকম ছিল, এখনো সে রকমই আছে।’

যে কারণে বারবার ভুল করছেন মিতুল

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত নিউজিল্যান্ডের

সকালে অপেক্ষা নতুন রেকর্ডের

এক ম্যাচ নিষিদ্ধ তপু ও রাকিব

ভারতকে হারিয়ে দুই কোটি টাকা পুরস্কার

তৃতীয় ম্যাচে বাংলাদেশের হার

মুশফিকুরের অপেক্ষা বাড়িয়ে শেষ প্রথমদিনের খেলা

২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ড

প্রথম সেশনে সমানে সমান লড়াই

জোড়া পেনাল্টি পেয়েও ব্রাজিলের ড্র