এনসিএল
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে তিনদিনেই জয় নিশ্চিত করেছে রংপুর ও সিলেট। রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে রংপুর বিভাগ। দলটির হয়ে ফাইফার নিয়েছেন মকিদুল ইসলাম মুগ্ধ। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে শততম উইকেট শিকারের কীর্তি গড়েছেন এই ডানহাতি পেসার।
অন্যদিকে বগুড়ায় চট্টগ্রামকে ১৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট। সিলেটের দেওয়া ৩৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আবু জায়েদ রাহির দারুণ বোলিংয়ে ভেঙে পড়ে বন্দরনগরীর দলটির ব্যাটিং লাইনআপ। রাহি ৪৩ রানে নেন ৪ উইকেট।
খুলনায় স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৮৭ রান তুলেছে ময়মনসিংহ। দলটির হয়ে আল আমিন জুনিয়র ৬২ ও আরিফ আহমেদ ৫৯ রানে অপরাজিত আছেন।
কক্সবাজারে বরিশালকে ৩৪১ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে ঢাকা বিভাগ। তৃতীয় দিনশেষে ৫ উইকেটে ১২৪ রান তুলেছে ঢাকা। বরিশালের হয়ে অভি আহমেদ নোবেল ২৭ রানে নেন তিন উইকেট।