বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ
ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি। এবার বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল ‘এফ’ গ্রুপে খেলবে। তাদের প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। আগামী ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে।
এ বিশ্বকাপের জন্য ভারতের চেন্নাইয়ে গিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে যুবারা। চিলিকে ৩-০ গোলে হারানোর পর এবার সুইজারল্যান্ডের বিপক্ষেও জিতেছে তারা। গতকাল বিকালে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারায় বাংলাদেশ।
বিশ্বকাপ দলের ম্যানেজার হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) ভারত থেকে জানান, ‘চিলিকে হারানোর পর বাংলাদেশ সুইজারল্যান্ডকে হারিয়েছে। পূর্ণ চার কোয়ার্টারই খেলা হয়েছে। আমাদের খেলোয়াড়রা সুস্থ ও ফিট রয়েছেন।’
চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে যুব বিশ্বকাপ হকির শেষ অনুশীলন ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। বাংলাদেশের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আমিরুল জোড়া গোল এবং হুজিফা, রকি এবং জয় যথাক্রমেÑএকটি করে গোল করেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলকে সুইজারল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ছিল ফেডারেশনের। ভিসা জটিলতায় বাংলাদেশ দল শেষ পর্যন্ত ইউরোপ সফরে যেতে পারেনি। তখনই সুইজারল্যান্ডের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।