হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের কৃতি নারী ফাইটার শারমিনা বেগম আবারও অংশ নিচ্ছেন দেশের অন্যতম আন্তর্জাতিক মানের মার্শাল আর্ট ইভেন্ট ডাবল হর্স নকআউট ০০২-এ। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব বলরুমে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক রুলস অনুযায়ী আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশসহ কয়েকটি দেশের এলিট ফাইটাররা অংশ নেবেন। মর্যাদাপূর্ণ এই ইভেন্টটির আয়োজন করেছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ।
বাংলাদেশের প্রথম সারির নারী ফাইটারদের অন্যতম শারমিনা বেগম। গত বছর এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন। এবারও নতুন উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে রিংয়ে নামতে প্রস্তুত হবিগঞ্জের এই মেয়ে। এর আগে তিনি দেশের বাইরেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে দেশের মাটিতে এত সুন্দর ও আন্তর্জাতিক মানের আয়োজন পেয়ে বিশেষভাবে গর্ববোধ করছেন তিনি। প্রতিযোগিতা আয়োজনের জন্য যমুনা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শারমিনা বলেন, ‘এমন পেশাদার আয়োজন আমাদের মতো খেলোয়াড়দের অনুপ্রাণিত করে।’
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শারমিনা বেগম বলেন, ‘একজন উচ্চমানের খেলোয়াড় হয়ে দেশ-বিদেশে খেলতে চাই এবং ক্রীড়া জগতে বাংলাদেশের জন্য নতুন আলোড়ন সৃষ্টি করতে চাই। বাবা-মা, জেলা ও দেশের সম্মান বিশ্বদরবারে তুলে ধরতে আমি সবসময় দৃঢ়প্রতিজ্ঞ।’ শারমিনা সবার দোয়া চেয়েছেন এবং ক্রীড়াপ্রেমীদের খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। শারমিনার কোচ বাবুল আহমেদ রুবেল আন্তর্জাতিক খেলোয়াড় ও মার্শাল আর্ট প্রশিক্ষক।
দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে শারমিনাকে প্রস্তুত করে তুলেছেন রুবেল। তিনি জানান, সামনে মার্চ মাসে গ্রিসে শারমিনার আরেকটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্রীড়া পরিবারে বেড়ে ওঠা শারমিনার। তার বাবা শিপন মিয়া একজন সাবেক ফুটবলার এবং তার দাদা ছিলেন বাংলাদেশ আর্মির একজন বক্সার।