হোম > খেলা

ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

ভারতে চলমান জুনিয়র হকি বিশ্বকাপে মূল লড়াই থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। এবার স্থান নির্ধারনী লড়াইয়ে নেমেছে লাল-সবুজের জার্সিধারীরা। আজ বৃহস্পতিবার ১৭-২৪তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ওমানকে। আমিরুল ইসলাম হ্যাটট্রিসহ ৫ গোল করেন। হ্যাটট্রিক উপহার দেন রাকিবুল হাসান। জোড়া গোল করেন আব্দুল্লাহ ও মোহাম্মদ সাজু। একটি গোল করেন ওবাদুল হাসান জয়। আগামী ৬ ডিসেম্বর ১৭-২০তম স্থান নির্ধারনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের বিপক্ষে সম্ভাবনাময় পারফরম্যান্স দেখায় বাংলাদেশ জুনিয়র হকি দল।

মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ওমানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই একের পর এক গোল-উৎসবে মেতে উঠে বাংলাদেশের খেলোয়াড়রা। তিন ও সাত মিনিটে তিনটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। তবে গোল পায়নি। এই সুযোগ হাতছাড়া হওয়ার পর আর বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি ওমান। ১১ মিনিটে চতুর্থ পেনাল্টি কর্নারে আমিরুল প্রথম গোলটি করেন। এরপর ১৫ মিনিটে দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। গোল দুটি স্কোর করা হয় ১৪.১৬ এবং ১৪.৪৬ সেকেন্ডে। এ নিয়ে বিশ্বকাপে তিনটি হ্যাটট্রিক করার কীর্তি দেখান আমিরুল। তার নৈপুণ্যে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর ১৯ ও ২৫ মিনিটে রাকিবুল হাসান টানা দুটি ফিল্ড গোল করেন। ৩৩ মিনিটে আবদুল্লাহ বাংলাদেশের পক্ষে ষষ্ঠ গোলটি করেন। পরের মিনিটে নিজের চতুর্থ গোল করেন আমিরুল। ওবায়দুল হাসান জয় ৪০ মিনিটে তার প্রথম এবং দলের অষ্টম গোলটি করেন। ৪৬ মিনিট ৫ সেকেন্ডে রাকিবুল হাসান ফিল্ড গোল করলে বাংলাদেশ ৯-০ গোলে এগিয়ে যায়। ৪৬ মিনিট ২৮ সেকেন্ডে মোহাম্মদ আবদুল্লাহ আরেকটি ফিল্ড গোল করেন। ৫১ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড গোল করেন। ৫৩ মিনিটে আবার আমিরুল ঝলক। পেনাল্টি কর্নার থেকে নিজের পঞ্চম ও দলের পক্ষে ১২তম গোলটি করেন তিনি। ৬০ মিনিটে আরো একটি গোল করেন সাজু। ফলে ১৩-০ গোলের বিশাল জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

টিভির পর্দায় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট