হোম > খেলা

অভিজ্ঞতাই সঙ্গী যুবাদের

স্পোর্টস ডেস্ক

যুব এশিয়া কাপ খেলতে আগামীকাল ভোরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একাডেমির সামনে হয়েছে আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলনে। সেখানে অধিনায়ক আজিজুল হাকিম তামিম জানান, অভিজ্ঞতাকে সঙ্গী করে যুব এশিয়া কাপে খেলতে নামবেন তারা। ফলে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী তারা।

যুব এশিয়া কাপের সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। গত আসর থেকে এই আসরের আগ পর্যন্ত ৩০টির মতো ম্যাচ খেলা বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে জানিয়ে আজিজুল হাকিম বলেন, ‘আমরা ৩০-৪০টি ম্যাচ খেলেছি, অনেক কিছু শিখেছি। আগের বিশ্বকাপ দলের জীবন আর ইমন আছে। দেখা যাক কী হয়।’ তিনি আরো যোগ করেন, ‘অবশ্যই। আমরা সব সময় চ্যাম্পিয়ন হতে চাই। এখন দেখা যাক কী হয়, ইনশাআল্লাহ সব ঠিকই হবে।’

অন্যদিকে হেড কোচ নাভিদ নাওয়াজ হ্যাটট্রিক শিরোপা জয়ের এই সুযোগকে বাড়তি চাপ হিসেবে দেখতে নারাজ। বরং, এটাকে সুযোগ হিসেবে নিয়ে চাপমুক্ত ক্রিকেট খেলার আশাবাদ ব্যক্ত করেন। তার কথায়, ‘আশা করি এমনটা হবে না (ক্রিকেটারদের বাড়তি চাপের প্রসঙ্গে)। কারণ আমি ছেলেদের বলছিলাম- এটা আরেকটা টুর্নামেন্ট মাত্র, দিনের শেষে নির্ভর করবে কে ভালো খেলে। আমরা মূলত প্রসেস নিয়ে আলোচনা করেছিÑসবার নিজের কাজ ঠিকঠাক করা, খেলা উপভোগ করা, দল হিসেবে থাকা, ১০-১২ দিন একসঙ্গে থেকে একে অপরের পাশে থাকা আর অন্যের সাফল্যকে উপভোগ করা।’

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা