প্রথম বিভাগের বিকল্প টুর্নামেন্ট
২০ দল নিয়ে আয়োজিত হওয়ার কথা থাকলেও আট দলের বর্জনে প্রথম বিভাগ ক্রিকেট লিগ পরিণত হয়েছে ১২ দলের টুর্নামেন্টে। ফলে বাকি আট দলে নাম লেখানো কিংবা লেখানোর অপেক্ষায় থাকা ক্রিকেটাররা খেলতে পারছেন না। ইতোমধ্যে মাঠে খেলা চেয়ে এসব ক্রিকেটাররা বিসিবিকে স্মারকলিপি দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে ৮ দলে থাকা সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে বিকল্প টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। তবে এই ক্রিকেটারদের কীভাবে বাছাই করবে সেটা নিয়ে তৈরি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব।
এই দ্বিধার শুরু মূলত ‘টোকেন’ তোলা নিয়ে। ঢাকার যেকোনো পর্যায়ের লিগের দলবদল করতে ক্রিকেটাররা বিসিবির কাছে যে ছাড়পত্র নেন সেটাই মূলত ক্লাব ক্রিকেটে টোকেন হিসেবে পরিচিত। সেই টোকেন তোলা ক্রিকেটাররাই মূলত দলবদলে নতুন দলে নাম লেখান। তবে প্রতিবারই দল বদলের সময় ওই লিগের পাশাপাশি অন্য পর্যায়ের লিগের ক্রিকেটাররাও টোকেন তোলেন। যার ব্যতিক্রম হয়নি এবারও প্রথম বিভাগ লিগের দলবদল চলাকালে। প্রথম বিভাগে লিগে নিয়মিত খেলা ক্রিকেটারদের পাশাপাশি সে সময় দ্বিতীয় ও তৃতীয় বিভাগের অনেক ক্রিকেটারও টোকেন তুলেছেন প্রথম বিভাগে খেলার আশায়। তাতেই মূলত তৈরি হয়েছে জটিলতা। কোন ক্রিকেটারদের কীভাবে প্রথম বিভাগের বিকল্প হিসেবে আয়োজিত এই টুর্নামেন্টের জন্য বিবেচনা করা হবেÑসেটা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
আগামী ২৪ ডিসেম্বর মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে বিসিবির পরবর্তী বোর্ডসভা। সেখানেই এ টুর্নামেন্টের প্রস্তাব উপস্থাপন করতে চায় ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ফলে এর আগে এই সমস্যার সমাধানে দ্রুতই কোয়াবের সঙ্গে বসে কোন ক্রিকেটারদের বিবেচনা করা হবেÑসেই সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। নাম প্রকাশে অনিচ্ছুক সিসিডিএমের একাধিক কর্মকর্তা আমার দেশকে জানান, অনেক ক্রিকেটারই টোকেন তুলেছেন। আবার অনেক ক্রিকেটার দেখা গেছে গত মৌসুমে ম্যাচ খেলেনি আবার অনেকে দুই থেকে তিনটার বেশি ম্যাচ খেলেনি। পাশাপাশি এমনও ক্রিকেটার আছেন যারা দুয়েক মৌসুম পর আবার প্রথম বিভাগে ফিরেছে। সেসব কারণেই ক্রিকেটার বাছাইয়ে তৈরি হয়েছে জটিলতা। এসব জটিলতা মেটাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কাছে একটি গাইডলাইন চাইবে বলে জানান তারা।
বিকল্প হিসেবে আয়োজিত এই টুর্নামেন্টের সব খরচ বিসিবি বহন করবে বলে জানা গেছে। তবে এই টুর্নামেন্টের জন্য বড় কোনো পৃষ্ঠপোষক খোঁজার চিন্তাভাবনাও আছে বিসিবির। সেক্ষেত্রে খরচ খানিকটা কমবে বলেও আশাবাদী সিসিডিএম কর্তারা। কিন্তু প্রথম বিভাগে খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক এই টুর্নামেন্টে খানিকটা কমে আসবে সেটা একরকম নিশ্চিত করেই বলা যায়। অন্তত টুর্নামেন্টের ধরন সেই ইঙ্গিতই দিচ্ছে স্পষ্ট।