আরো একটি সিরিজ থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলবেন না অভিজ্ঞ কিউই ব্যাটার।
কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই দেশের হয়ে বেছে বেছে সিরিজ খেলেন উইলিয়ামসন।
তবে ২ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন তিনি। আগামী ১৬ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দুদল।