হোম > খেলা

চার নতুন মুখ নিয়ে ভারত সফরে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রায় নতুন এক দল নিয়ে ভারত সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জানুয়ারির শুরুতে ভারত সফর করবে কিউইরা। চোটের প্রকোপে এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন কয়েকজন। তাতে প্রথমবারের মতো নিউ জিল্যান্ডের সাদা বলের ক্রিকেটে ডাক পেয়েছেন চার ক্রিকেটার।

আগামী ১১ জানুয়ারি থেকে ওয়ানডে দিয়ে ভারত সফর শুরু হবে নিউ জিল্যান্ডের। তিন ম্যাচের ওয়ানডের পর ২১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। চোটের কারণে ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন মিচেল স্যান্টনার।

সিরিজে টি-টোয়েন্টি দলে প্রথমবার সুযোগ পেয়েছেন পেসার জেডেন লেনক্স, পেস বোলিং-অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক, লেগস্পিন অলরাউন্ডার আদিত্য অশোক ও ফাস্ট বোলার মাইকেল রে। চোট সেরে দলে ফিরেছেন বেভন জ্যাকবস, টিম রবার্টসন, মার্ক চ্যাপম্যান ও ম্যাট হেনরি। হেনরি ওয়ানডে সিরিজ খেলবেন না।

নিউ জিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফাউল্কস, মিচ হে (উইকেটকিপার), কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং

নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড : মিচেল স্যান্টনার (অধিনায়ক),মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), জেকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্র, টিম রবার্টসন, ইশ সোধি

রেকর্ডের পাতায় ঝড় তুলে আরেকটি সেঞ্চুরি সূর্যবংশীর

বিসিবি-বিএসপিএ মিডিয়া ওয়ার্কশপ

ফিফা থেকে সুখবর পেলেন রোনালদোরা

ভারসাম্যপূর্ণ স্কোয়াডে শিরোপাপ্রত্যাশী রংপুর

শেষ আসরের ব্যর্থতা ভুলতে মরিয়া ঢাকা

বিসিবির বোর্ডসভা আজ

এখনই শিরোপা নয়, অঙ্কনের চিন্তায় ভালো ক্রিকেট

টিভির পর্দায় আলজেরিয়া-সুদান ম্যাচসহ আরও যত খেলা

অ্যাশেজ শেষ কামিন্সের, বিশ্বকাপেও অনিশ্চিত

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে রিয়াদুল-তনয়ের জয়