টি-টোয়েন্টি সিরিজ
শেষ ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছিল ভারত। ক্রিকেট অনুরাগীদের প্রত্যাশা ছিল, অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিতে জয়ের ছন্দটা বইয়ে নিয়ে যাবে অতিথিরা। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। উল্টো হারের তেতো স্বাদই হজম করেছে সূর্যকুমার যাদবরা। মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতেছে অজিরা। জয় ধরা দিয়েছে ৪০ বল হাতে রেখেই। দুরন্ত এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। কেননা, প্রথম টি-টোয়েন্টি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
মিচেল মার্শ আর ট্রাভিস হেড মিলেই জয়ের ভিত গড়ে দেন। চার রানের জন্য ফিফটি করতে পারেননি ওপেনার মার্শ (৪৬)। আর হেডের ব্যাট থেকে আসে ২৮ রান। দুজনের ব্যাটিংয়ে ৮৭ রান তুলে ফেলে স্বাগতিকরা। জশ ইংলিস (২০) আর মিচেল ওয়েন (১৪) মিলে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন জয়ের দুয়ারে। শেষের আনুষ্ঠানিকতা সারেন মার্কাস স্টয়নিস। তাতে মাত্র ১৩.২ ওভারেই ৬ উইকেট হারিয়ে ১২৬ রানের মামুলি লক্ষ্য ছুঁয়ে ফেলে অজিরা।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়ে যায় ভারত। ৪৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ক্রিজের এক প্রান্তে উইকেট পতনের মিছিল শুরু হলেও অন্য প্রান্ত আগলে রাখেন অভিষেক শর্মা। এ ওপেনার একাই লড়াই চালিয়ে যান। অস্ট্রেলিয়ার বোলারদের তোপ সামলে ৬৮ রানের দারুণ এক লড়াকু ইনিংস খেলেন অভিষেক। তার সঙ্গে ৩৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেন হার্শিত রানা। দুজনের ব্যাটিংয়ে ১২৫ রানের সম্মানজনক স্কোর গড়ে ভারত। বাকি ব্যাটসম্যানরা ফেরেন সিঙ্গেল ডিজিট নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ১২৫/১০, ১৮.৪ ওভার (অভিষেক ৬৮, হার্শিত ৩৫; হ্যাজলউড ৩/১৩, বার্টলেট ২/৩৯ ও এলিস ২/২১)।
অস্ট্রেলিয়া : ১২৬/৬, ১৩.২ (মার্শ ৪৬, হেড ২৮, ইংলিস ২০, ওয়েন ১৪; বুমরাহ ২/২৬, বরুণ ২/২৩ ও কুলদীপ ২/৪৫)।
ফল : অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জশ হ্যাজলউড।