হোম > খেলা

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেও সিরিজ জিতল ভারত

কোহলির পর অভিষেকের কীর্তি

স্পোর্টস ডেস্ক

সিরিজের প্রথম ম্যাচ পণ্ড হয়েছিল বৃষ্টিতে। আজ শেষ ম্যাচেও ঘটল একই ঘটনা। এবারও হানা দিলো বৃষ্টি। শেষ ম্যাচ ভেস্তে গেলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে হার মানে স্বাগতিক অস্ট্রেলিয়া। তৃতীয় ও চতুর্থ ম্যাচ টানা জিতে সিরিজ জয়ের পথাটা সহজ করে রেখেছিল অতিথি দলটি। শেষ ম্যাচে কোনো ফল না আসায় আগের দুই ম্যাচ জেতায় সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।

প্রথম ম্যাচে ভারত অন্তত ৯.৪ ওভার ব্যাটিং করেছিল। কিন্তু পঞ্চম ও শেষ ম্যাচে ভারত ব্যাটিং করল মাত্র ৪.৫ ওভার। ব্রিসবেনে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ভারত ৫২ রান তুলতেই খেলায় বাগড়া দিয়ে বসে বৃষ্টি। মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন মাঠের আম্পায়াররা।

খেলা বন্ধের আগে শুভমান গিল ২৯ রান নিয়ে উইকেটে ছিলেন। ২৩ রান করে ব্যাটিংয়ে টিকে ছিলেন সিরিজ সেরা অভিষেক শর্মাও। দারুণ এক কীর্তি গড়েছেন এ ম্যাচে। ব্যক্তিগত ১১ রানের মাথায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিষেক। এজন্য এ ওপেনার খেলেছেন ২৮ ইনিংস। আগের রেকর্ডটা ছিল বিরাট কোহলির। ভারতের সাবেক এ অধিনায়ক ২৭ ইনিংসে করেছিলেন এক হাজার রান।

বড় জয়ে সিরিজ পাকিস্তানের

জাহানারাকে যৌন হেনস্থায় তদন্ত কমিটি গঠন বিসিবির

একদিনেই ভারতের হ্যাটট্রিক হার

গ্যালারির বল পাবেন দর্শক, তবে...

৮৯৪ দিন পর ক্যাম্প ন্যুতে বার্সেলোনা

আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের ইতিহাস

বাড়ছে বাংলাদেশ-ভারত ম্যাচ টিকিটের দাম

আশা নিয়ে অপেক্ষায় বাংলাদেশ

আইসিসির সভার যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বিদায় নিলেন গামিনী