হোম > খেলা

এক ওভারে তিন উইকেটে ম্যাচসেরা মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এবার এক ওভারে তিন উইকেট নিয়ে প্রথমবার জিতলেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচটি ৬ উইকেটে জিতেছে দুবাই ক্যাপিটালসও। গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচে মোস্তাফিজের বোলিং ফিগার ছিল ৩.৫-০-৩৪-৩! ম্যাচে অবশ্য শুরুতে খরুচে ছিলেন মোস্তাফিজ। প্রথম ওভারে রান দিলেও ঘুরে দাঁড়াতে সময় নেননি। দ্বিতীয় ওভারে চার বলের মধ্যে নিলেন তিন উইকেট। তার আরেক ওভারে হলো রান আউটের হ্যাটট্রিক।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে ৩ উইকেটে ১১০ রানের শক্ত অবস্থানে ছিল জায়ান্টস। পরের ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোস্তাফিজ। এক বল বাকি থাকতে ১৫৬ রানে গুটিয়ে যায় জায়ান্টস। জবাবে ১৯.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোস্তাফিজের দল।

মোস্তাফিজ প্রথম ওভারে একটি করে চার ও ছক্কায় হজম করেন ১৩ রান। এরপর দ্বিতীয় ওভারেই ম্যাজিক! প্রথমে ফেরান জেমস ভিন্সকে। এরপর দুই বল বাদে বোল্ড হন আজমাতউল্লাহ ওমারজাই। পরের বলে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন এবারশন ডিকসন। হ্যাটট্রিক বলটি ঠেকিয়ে দেন মার্ক অ্যাডায়ার। এক ম্যাচ আগেও এমআই এমিরেটসের বিপক্ষেও এক ওভারে ১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।

সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ৭ ম্যাচে মোস্তাফিজের উইকেট হলো ১৪টি। ওভারপ্রতি রান দিয়েছেন ৮.২৯। ১৫ উইকেট নিয়ে মোস্তাফিজের উপরে আছেন তার সতীর্থ ওয়াকার সালামখিল।

র‌্যাংকিংয়ে পরিবর্তন নেই বাংলাদেশের

ভারতকে হারিয়ে বড় পুরস্কার পেলেন পাকিস্তানের যুবারা

বাংলাদেশের শাটলারদের হতাশাময় দিন

প্রস্তুতি ম্যাচে রংপুরের হার

টিভির পর্দায় আফ্রিকা কাপ অব নেশন্সের রোমাঞ্চ

বুন্দেসলিগায় কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’

রেকর্ড জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

বার্সেলোনার জয়ের রাতে ম্যানইউ'র হার

জোড়া সেঞ্চুরিতে লাথাম-কনওয়ের বিশ্বরেকর্ড

স্টোকস হতাশ, কামিন্সের লক্ষ্য ‘হোয়াইটওয়াশ’