সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। গত ম্যাচে ১৮০তম স্থানে উঠে আসা অবস্থানই অক্ষুণ্ণ রয়েছে হামজা, শমিত, জামালদের। আজ র্যাংকিং হালনাগাদ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সর্বশেষ গত নভেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলেছে বাংলাদেশ।
ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে লাল-সবুজের জার্সিধারীরা। এরপর একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ১-০ গোলে হারায় ভারত। এরপর আর কোনো ফিফা উইন্ডো ছিল না। ম্যাচ না থাকায় র্যাংকিংয়ে সেভাবে নড়চড় বাংলাদেশের। র্যাংকিংয়ে শীর্ষস্থানগুলোর অবস্থানও অপরিবর্তিত রয়েছে। র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে স্পেন। এরপর আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ ও ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে।
র্যাংকিংয়ের অবস্থানের পরিবর্তন না হলেও বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে। নভেম্বর মাসে ছিল ৯১১.১৯ পয়েন্ট। আর সেটি ডিসেম্বরে হয়েছে ৯১১.১০। ১৭তম অবস্থানে থাকা কম্বোডিয়ার পয়েন্ট ৯১১.৫৪। বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নেপাল ড্র করায় তাদের পয়েন্ট বেড়েছে। নভেম্বরে যেখানে ৯০২.৪৪ পয়েন্ট ছিল তাদের, সেখানে ডিসেম্বরে বেড়ে হয়েছে ৯০২.৫২। অবশ্য নেপালের অবস্থানের কোনো উন্নতি হয়নি। তারা ১৮১তম অবস্থানেই রয়েছে।