দুবাইয়ে এশিয়ান যুব প্যারা গেমস ২০২৫-এ পাঁচটি পদক জিতেছে বাংলাদেশ। জ্যাভেলিন থ্রো ও ১০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জেতেন চৈতি রাণী দেব।
শহীদুল্লাহ সাতার ইভেন্টে জিতেছেন স্বর্ণ পদক ও ব্রোঞ্জ। ৫০ মিটার ফ্রি স্টাইলে জেতেন স্বর্ণ ও ১০০ মিটার ফ্রি স্টাইলে জেতেন ব্রোঞ্জ।
দলগত ইভেন্টেও একটি পদক জিতেছে বাংলাদেশ। মেয়েদের হুইল চেয়ার বাস্কেটবল দল ব্রোঞ্জ জিতেছে।