তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। আজ সন্ধ্যায় সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের মুখোমুখি হবে লিটন দাসের দল। এই ম্যাচের পর চলতি বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না বাংলাদেশ। লম্বা বিরতি কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরবে লাল-সবুজের প্রতিনিধিরা। বছর শেষ করার এই ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ। এর জন্য অবশ্য পেস বোলিং কোচ শন টেইট কোনো জটিল চিন্তাভাবনার ধার ধারতে চান না।
আজ তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন শন টেইট। সেখানেই কথা বলেন সিরিজ নিয়ে। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের চিন্তাভাবনাকে খুব বেশি জটিল করার প্রয়োজন আছে। আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে এবং খেলা জিততে হবে। যখনই আপনি একটি ম্যাচ জেতেন তা থেকে কিছুটা আত্মবিশ্বাস অর্জন করেন। আমরা যা করতে পারি তা হলো, শেষ জেতা ম্যাচের আত্মবিশ্বাসকে পুঁজি করে ভালো খেলা এবং সেটাকে আগামীকালের (আজ) ম্যাচে কাজে লাগানো। আশা করি, আমরা জিতব। যদি আমরা জয় নিশ্চিত করতে পারি, তবে বিরতির আগে এটাই আমাদের জন্য সেরা প্রাপ্তি হবে। সুতরাং, আমার মনে হয় না আমাদের চিন্তাভাবনাকে খুব বেশি জটিল করার দরকার আছে।’
জয়ের চিন্তা মাঠে নামার আগে আইরিশদের মোটেও খাটো করে দেখছেন না টেইট। তার কথায়, ‘প্রতিপক্ষ কে তা বড় কথা নয়। আমরা আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই খেলি না কেন, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আগামীকাল আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, যেখানে আমরা আবারও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করতে পারব এবং এটাই আমাদের কাম্য। যদিও আয়ারল্যান্ড কিছু ভালো ক্রিকেট খেলেছে, তারা কী করছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে খেলছি।’
এই সিরিজে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের অন্তর্ভুক্তি নিয়ে। এ ব্যাপারে হওয়া প্রশ্নে খানিকটা বাঁকা সুরেই উত্তর দিয়েছেন টেইট। তার কথায়, ‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন।’ এই উত্তরে নির্বাচকদের ওপর থাকা ক্ষোভ বেশ খানিকটা উগড়ে দিয়েছেন টেইট।