হোম > খেলা

ওয়াসিমকে ছাড়িয়ে নতুন কীর্তি স্টার্কের

স্পোর্টস ডেস্ক

পার্থে বল হাতে চোখধাঁধানো পারফর্ম্যান্সের পর ব্রিসবেন টেস্টে মিচেল স্টার্কের সামনে হাতছানি দিচ্ছিল নতুন এক রেকর্ডের। বাঁহাতি পেসার হিসেবে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড হাতছানি দিচ্ছিল অজি তারকা পেসারকে। টি ব্রেকের পর হ্যারি ব্রুককে ফিরিয়ে সেই রেকর্ডেও নাম লেখালেন স্টার্ক। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন বাঁহাতি অজি তারকা।

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় সেশন পর্যন্ত এই ফরম্যাটে স্টার্কের নামের পাশে ৪১৫ উইকেট। এত দিন ৪১৪ উইকেট নিয়ে বাঁহাতি পেসারদের মধ্যে সবার ওপরে ছিলেন ওয়াসিম। তাকে টপকে এখন এই তালিকার চূড়ায় উঠেছে স্টার্ক। তবে ইনিংসের হিসেবে এগিয়ে ওয়াসিম। পাকিস্তানি কিংবদন্তি ৪১৪ উইকেট নিয়েছিলেন ১০৪ ম্যাচের ১৮১ ইনিংসে। বিপরীতে ৪১৫ উইকেট পেতে ১০২ ম্যাচে ১৯৫ ইনিংসে বল করেছেন স্টার্ক।

গ্যাবায় দিবারাত্রির টেস্টে প্রথম ওভারেই বেন ডাকেটকে ফেরান স্টার্ক। পরের ওভারে অলি পোপকে বোল্ড করে ওয়াসিমের সমান হন বাঁহাতি এই পেসার। আর দ্বিতীয় সেশনে ফিরে পাকিস্তানি কিংবদন্তিকেও ছাড়িয়ে যান তিনি। উইকেটসংখ্যায় ওয়াসিমকে ছাড়িয়ে এখন বাঁহাতি বোলারদের মধ্যে সেরা হওয়ার পথে স্টার্ক। ৯৩ টেস্ট ও ১৭০ ইনিংসে ৪৩৩ উইকেট নিয়ে বাঁহাতি বোলারদের তালিকায় সবার ওপরে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। সামনে তাকে টপকানোর হাতছানি।

ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের

আর্সেনালের জয়ের রাতে চেলসি-লিভারপুলের হোঁচট

এমবাপ্পের জোড়া গোল, তিন ড্রয়ের পর রিয়ালের জয়

৩৫৮ রান তাড়া করে জিতল দ. আফ্রিকা

রক্ষণে দুর্বলতাই বড় সমস্যা

ব্রিসবেনের গোলাপি টেস্টে হট ফেভারিট অস্ট্রেলিয়া

ফুটসাল দলে সাবিনা, কৃষ্ণারা

হামজাদের ম্যাচ থেকে আয় ৪ কোটি টাকা

মেক্সিকোর স্টেডিয়ামের আশপাশ যেন নীরব ‘মৃত্যুপুরী’

পাকিস্তানের বিপক্ষে হেরে সিরিজ শুরু মেয়েদের