২০২৬ ফুটবল বিশ্বকাপের আমেজ চারদিকে। টিকিটের জন্য শুরু হয়েছে লড়াই। টিকিট বিক্রির তৃতীয় ধাপে প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৫০ লাখ আবেদন পেয়েছে ফিফা। এর মধ্যে চাহিদার শীর্ষে কোন ম্যাচের টিকিট? জানলে অবাক হতে হবে। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নয়, চাহিদার শীর্ষে কলম্বিয়া-পর্তুগাল ম্যাচের টিকিট।
জানা গেছে, সবচেয়ে বেশি টিকিট আবেদন এসেছে তিন আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এরপর রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে সবচেয়ে বেশি টিকিটের আবেদন পড়েছে পর্তুগাল-কলম্বিয়া ম্যাচে।
তৃতীয় ও শেষ দফার টিকিট বিক্রি শুরু করে ফিফা। তবে এর পরপরই টিকিটের উচ্চ মূল্য নিয়ে সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। টিকিটের দাম নিয়ে তীব্র আপত্তি তোলে বিভিন্ন সমর্থক সংগঠন।
জার্মান ফুটবল ফেডারেশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার পর্যন্ত। আর ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ৪ হাজার ১৮৫ ডলার, সর্বোচ্চ ৮ হাজার ৬৮০ ডলার।