সিলভিয়া মাহজাবিন স্মৃতি ফিদে রেপিড নারী দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নোশিন আনজুম। কদিন আগে জাতীয় দাবায়ও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। সাত খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন এই নারী দাবাড়ু। একই পয়েন্ট পেয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ রানারআপ হয়েছেন।
নোশিন আনজুম ও রানী হামিদ পয়েন্ট সমান হওয়ায় টাই-ব্রেকিং পদ্ধতিতে সেরা খেলোয়াড় নির্ধারিত হয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের নারী ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী তৃতীয় ও নারী ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা চতুর্থ হন।
আট রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলা শেষে উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।