হোম > খেলা

বিশ্বকাপে ফ্লপ, দুর্নাম ঘোচাতে মরিয়া তানজিদ

স্পোর্টস রিপোর্টার

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলে ওপেনিংয়ে নিয়মিত মুখ তানজিদ হাসান তামিম। জাতীয় দলের জার্সিতে নিয়মিত হলেও এখনো আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপের মতো আসরে পারফর্ম করতে পারেননি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে বহুজাতিক টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে তার ব্যাটে এসেছে মোটে ৩৫০ রান। করেছেন মাত্র দুটি হাফ সেঞ্চুরি। এমন বাজে ফর্মের ধারাবাহিকতা থেকে বের হতে চান এই বাঁহাতি ওপেনার।

বিপিএলের আগে নিজেদের ব্যাটিং দুর্বলতা নিয়ে মিরপুরে কাজ করছেন তানজিদ হাসান তামিম-পারভেজ হোসেন ইমনরা। এর মাঝেই গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তানজিদ তামিম। সেখানেই তিনি বলেন, ‘আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল নই। আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’

বর্তমানে দারুণ ছন্দে থাকা তানজিদ আরো বলেন, ‘এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে, যেরকম সিরিজগুলোয় আমি শেষ কয়েকটা সিরিজ যেরকম ধারাবাহিক পারফরম্যান্স করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই ধারাবাহিকতাটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি।’

মিরপুরে বিপিএলের আগে হওয়া এই বিশেষ ক্যাম্প নিয়ে তানজিদ তামিম বলেন, ‘খুব ভালো যাচ্ছে (ক্যাম্প)। কারণ বিপিএলের পরে আমরা ততটা সময় পাব না। এমন স্পেসিফিক ব্যাটিং ক্যাম্প খুব কমই হয়, যেটা খুবই ইতিবাচক। আমরা শেষ কয়েকটি সিরিজে নিজেদের কী অতিরিক্ত দক্ষতার ঘাটতি ছিল এবং সেখান থেকে কী উন্নতি করতে পারি, সে বিষয়ে কাজ করছি।’

কোয়ালিফায়ারের প্রস্তুতি বিসিএলে

জেনেশুনে অবৈধ অ্যাকশনে বোলিং করেছিলেন সাকিব!

কানাডায় ব্রোঞ্জ জিতল অহিদুল-জুমারের

অস্ট্রেলিয়া যুবদলে বাংলাদেশি ফুটবলার আরহাম

যুব হকিতে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন বাংলাদেশ

৯ জানুয়ারি থেকে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

জোড়া লাল কার্ড, চোট আর রিয়ালের দুঃস্বপ্নের হার

এমবাপ্পে-হালান্ড লড়াইয়ে চমক সেনেগাল

টিভিতে উলভারহ্যাম্পটন-ম্যানইউ ম্যাচসহ আরও যত খেলা

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাইম আইয়ুব