আগামী জুনে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। এ দুটিই হলো বয়সভিত্তিক খেলা অনূর্ধ্ব-১৮ ও ২০। ঘরের মাঠে এই দুই টুর্নামেন্ট সামনে রেখে আজ শুরু হতে যাচ্ছে জাতীয় যুব হ্যান্ডবল। ১০টি জেলা দল নিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা। শনিবার সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আঙিনায় আইএইচএফের দুটি টুর্নামেন্ট। শিরোপা জেতাই আমাদের লক্ষ্য। তাই আগেভাগে টুর্নামেন্ট করে খেলোয়াড় বাছাই করতে চাই। যাতে দীর্ঘমেয়াদি অনুশীলনের মাধ্যমে লক্ষ্য পূরণ করা যায়।’ এ সময় পৃষ্ঠপোষক টিসিএলের জেনারেল ম্যানেজার কর্নেল (অব.) এসএম মোরশেদ সারোয়ারসহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই গ্রুপে পাঁচটি করে দল টুর্নামেন্টে অংশ নেবে। বয়সভিত্তিক টুর্নামেন্টের কারণে কোনো সার্ভিসেস বা সংস্থার দল রাখা হয়নি। কারণ যাদের জন্ম ২০০৬ ও ২০০৮ সালের মধ্যে, শুধু তারাই এই যুব টুর্নামেন্টে অংশ নিতে পারছেন।
মাত্র ১০টি জেলার অংশগ্রহণ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আসলে বিভিন্ন জেলার প্রশাসকরা হ্যান্ডবলে তেমন আগ্রহী নন, তাই আমাদের চেষ্টা থাকলেও দলসংখ্যা বাড়ানো সম্ভব হয়নি।’ তবে ভবিষ্যতে হ্যান্ডবলের এলিট লিগের কথাও জানালেন সালাউদ্দিন, ‘জাতীয় নির্বাচনের পর আমরা সার্ভিসেসের কিছু দল নিয়ে ৯ মাসের সময় নিয়ে এলিট লিগের আয়োজন করব। যেখানে প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে পাঁচবার করে মুখোমুখি হবে। এতে তাদের খেলার সক্ষমতা বাড়বে, ভবিষ্যতের জন্য তৈরিও হতে পারবে।’