হোম > খেলা

পাকিস্তানের হকি খেলোয়াড়রা ঢাকায়

পিএইচএফ-কোচ দ্বন্দ্বে দলে অস্থিরতা

স্পোর্টস রিপোর্টার

ঢাকায় পা রেখেছে পাকিস্তান জাতীয় হকি দল। লক্ষ্য বিশ্বকাপ হকির প্লে অফ সিরিজে বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচ খেলা। শনিবার রাতে পাকিস্তানের খেলোয়াড়রা এলেও দলের সঙ্গে আসেননি দলটির প্রধান কোচ তাহির জামান। শেষ মুহূর্তে সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পাকিস্তান হকি দলের এই ভাঙনের খবর নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

দেশটির সংবাদমাধ্যম প্রো স্পোর্টস জানিয়েছে, পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সঙ্গে মতবিরোধের কারণে তাহির জামান দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসেননি। এখন প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা করছেন তাহির জামান। এ নিয়ে ঘনিষ্ঠ জনদের সঙ্গে পরামর্শ করে যাচ্ছেন তিনি। পিএইচএফের কর্তা-ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক ভাঙনের পেছনে দায়ী বাংলাদেশ সফরের দলে খেলোয়াড় নির্বাচনসংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সেই হতাশা থেকেই ঢাকায় আসেননি কোচ। তাহির জামান না আসায় দলের সঙ্গে কোচ হিসেবে এসেছেন ওসমান আহমেদ ও জিশান আশরাফ।

দুজন খেলোয়াড়কে দলে নেওয়া নিয়ে কর্তা-ব্যক্তিদের সঙ্গে কোচের সম্পর্কে ফাটল ধরেছে। অভিযোগে উঠেছে, ওই দুই খেলোয়াড় ক্যাম্পে যোগ দিয়েছিলেন সময়সীমা পেরিয়ে যাওয়ার পর। এই বিষয়টা মানতে পারেননি তাহির জামান। তাদের দুজনকে দলে অন্তর্ভুক্ত করায় আপত্তি জানান কোচ। কিন্তু পিএইচএফ কর্মকর্তারা কোচের মতামত উপেক্ষা করে তাদের দুজনকে দলে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন। পরে দুপক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এজন্য ক্ষুব্ধ তাহির জামান নাম প্রত্যাহার করেছেন সফর থেকে।

ক্লাব হকিতে খেলায় বাংলাদেশ তাহির জামানের কাছে খুব চেনা। এ দেশে করিয়েছেন কোচিংও। পাকিস্তান হকির অন্যতম সেরা খেলোয়াড়দের একজন তাহির জামান। ১৯৯০ সালে এশিয়ান গেমসে পাকিস্তানকে এনে দিয়েছিলেন স্বর্ণপদক। ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন হকির এই কিংবদন্তি।

মাওলানা ভাসানী স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের ম্যাচ তিনটি হবে ১৩, ১৪ ও ১৬ নভেম্বর। বিজয়ী দল বিশ্বকাপের বাছাই পর্বে খেলার টিকিট পাবে। গত এশিয়া কাপে ষষ্ঠ দল বাংলাদেশকে খেলতে হচ্ছে এই প্লে-অফ সিরিজ। ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলেনি পাকিস্তান। এ কারণে আন্তর্জাতিক হকি ফেডারেশন পাকিস্তানকে বাংলাদেশের সঙ্গে খেলার সুযোগ করে দিয়েছে।

বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন

অধিনায়ক শান্তর ‘নতুন’ শুরু, কোচ আশরাফুলের অভিষেক এবং মুশফিক নটআউট ৯৯

জাহানারা ইস্যুতে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দিয়ে স্বাধীন তদন্ত কমিটি চান তামিম

ভায়োকানোর মাঠে হোঁচট রিয়ালের

সমতায় শেষ যুবাদের ওয়ানডে সিরিজ

দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

ফেদেরারকে টপকে জোকোভিচের বিশ্বরেকর্ড

হৃৎপিন্ডে জটিলতা নিয়ে ফারুক আহমেদ হাসপাতালে

সৌম্য-নাঈমের সেঞ্চুরি মিস, তানভীরের ফাইফার

আর্সেনালের হোঁচট, চেলসির জয়