আগামী বছরের শুরুতেই ঢাকায় আসছে ২০২৬ বিশ্বকাপের ট্রফি। এ বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, ‘বিশ্বকাপে ট্রফি জানুয়ারিতে আসছে। আমরা সবকিছু আপনাদের জানিয়ে দেব।’
বিশ্বকাপের ট্রফি ট্যুরের সঙ্গে রয়েছে পৃষ্ঠপোষক কোকাকোলা। প্রতিবারের মতো এবারও বিশ্বকাপ ট্রফি ঘিরে থাকছে নানা আয়োজন। ১৪ জানুয়ারি ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। ঢাকায় আসার আগে ভারতের দিল্লি ও গুয়াহাটিতে ট্রফি প্রদর্শন করা হবে।
এর আগে ২০২২ বিশ্বকাপের ট্রফি ঢাকায় এসেছিল। সেবার ট্রফির সঙ্গে এসেছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার প্রতিনিধি। এর আগে ২০১৩ ও ২০০২ সালেও ঢাকায় এসেছিল বিশ্বকাপ ট্রফি। আগামী বছরের ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। এবার বিশ্বকাপে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।