বিপিএলে নিজের প্রথম ম্যাচে অ্যাডাম রসিংটনের মধ্যে ছিল ভ্রমণ ক্লান্তি। যার ছাপ পড়েছিল ম্যাচেও। চট্টগ্রাম রয়্যালসের হয়ে নিজের প্রথম ম্যাচে মোটে এক রান করে আউট হয়েছিলেন। ভ্রমণ ক্লান্তিহীন হয়ে যখন দ্বিতীয় ম্যাচে নামলেন, তখন গড়েন নতুন রেকর্ড।
বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একই ইনিংসে চার চারটি স্ট্যাম্পিং করার রেকর্ড গড়েন তিনি। এর আগে একই ম্যাচে তিনটি করে স্ট্যাম্পিং করেছিলেন মোহাম্মদ শেহজাদ ও উমর আকমল। তারা দুজন এই রেকর্ড গড়েন ২০১৬ বিপিএলে। আট বছর আগে সেই রেকর্ড ভাঙেন অ্যাডাম রসিংটন।
এছাড়া বিপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে ১০ উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। এর আগে সবশেষ ২০২৪ সালে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছিল খুলনা টাইগার্স।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বল হাতে রেখে ১০ উইকেটের জয় নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। ২০১৭ সালে সিলেট সিক্সার্স ৫৩ বল হাতে রেখে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছিল। এটাই এখন পর্যন্ত ১০ উইকেটের জয়ে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয় পাওয়ার নজির।