হোম > খেলা

চার হারে ছয়ে নামল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে (২০২৫-২৬) শুরুটা দুর্দান্ত করেছিল লিভারপুল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা একের পর এক ম্যাচে জয় তুলে নিচ্ছিল। হঠাৎ করেই ছন্দপতন হয়েছে তাদের। টানা চার ম্যাচে হারের স্বাদ পেল লিভারপুল। আর তাতেই পয়েন্ট টেবিলের সেরা পাঁচের বাইরে ছিটকে পড়ল আর্নে স্লটের দল। তাদের বর্তমান অবস্থান ছয়ে। সবশেষ ম্যাচে তাদের ৩-২ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড।

প্রতিপক্ষের মাঠে বল দখলে অনেক এগিয়ে ছিল লিভারপুল। তবে আক্রমণের দিক দিয়ে দুপক্ষই সমানে সমান লড়াই জারি রাখে। ব্রেন্টফোর্ড গোলের জন্য ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে আটটি। লিভারপুলের ১৭ শটের পাঁচটি লক্ষ্যে ছিল। ম্যাচে ড্যাঙ্গো ও কেভিন শাডার গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই ব্যবধান কমান লিভারপুলের মিলোস কেরকেজ। এরপর দ্বিতীয়ার্ধে ইগর থিয়াগো ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল করার পর শেষ দিকে জালের দেখা পান মোহামেদ সালাহ। তবে জয়সূচক কিংবা এক পয়েন্ট এনে দেওয়ার মতো গোল করতে পারেননি কেউ।

পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। বাঁ দিক থেকে লম্বা থ্রোয়ে বক্সে সতীর্থের হেড পাসে ভলিতে বল জালে পাঠান ড্যাঙ্গো। এরপর প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দ্বিগুণ করে ব্রেন্টফোর্ড। গোলদাতা শাডা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান কমান কেরকেজ। কাছ থেকে শটে লিভারপুলের জার্সিতে নিজের প্রথম গোল করেন হাঙ্গেরির এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে ফের গোল হজম করে লিভারপুল। ৬০ মিনিটে ড্যাঙ্গোকে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে বল জালে পাঠাতে ভুল করেননি ইগর থিয়াগো। এরপর নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে চমৎকার গোলে নাটকীয় কিছুর আভাস দেন সালাহ। তবে সেটা আর হয়নি।

এই হারে ৯ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে ব্রেন্টফোর্ড।

মহিলা ক্রীড়া সংস্থায় ফ্যাসিবাদের দোসর

কোনো সিদ্ধান্তই আসেনি বাফুফের সভায়

সন্তুষ্ট কাভার সভাপতি লতিফ

কাবাডির পদকজয়ীদের ১০ লাখ টাকা অর্থ পুরস্কার

আল নাসরকে জিতিয়ে নতুন মাইলফলকে রোনালদো

আফগানিস্তান ও শ্রীলঙ্কার জয়

নারী বিশ্বকাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত

হ্যারি ব্রুকের সেঞ্চুরি ছাপিয়ে নিউজিল্যান্ডের জয়

শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে চ্যালেঞ্জ চান লিটন