লা লিগায় চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছিল বার্সেলোনা। টানা জিতে শিরোপা ধরে রাখার দিকে এগোচ্ছিল দলটি। এবার হোঁচট খেতে হলো। লিগে টানা ৯ ম্যাচ জয়ের পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল। প্রথমার্ধে মিকেল ওয়ারজাবাল দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে সমতা ফেরান মার্কাস রাশফোর্ড। এরপর গনজালো গেদেজের গোলে সব হিসেব এলোমেলো হয়ে যায়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা।
ম্যাচের শুরুতেই বার্সেলোনার জাল কাঁপান ওয়ারজাবাল। তবে অফসাইডের কারণে গোল মেলেনি। এরপর সপ্তম মিনিটে সোসিয়েদাদের জালে বল পাঠিয়েও ভিএআরের হস্তক্ষেপে হতাশ হতে হয় ফারমিন লোপেজকে। ৩১তম মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। ডান দিক থেকে গেদেসের ক্রসে দূরের পোস্টে ভলিতে গোলটি করেন ওয়ারজাবাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটের মধ্যে ওলমোর দুটি প্রচেষ্টা পোস্টে বাধা পায়। ৬৩তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ফ্লিক। আলেহান্দ্রো বাল্দে, ওলমো ও ফেরান তরেসের বদলি হিসেবে জোয়াও ক্যান্সেলো, লেভানডোভস্কি ও রাশফোর্ডকে নামান কোচ। ৭০তম মিনিটে ইয়ামালের ক্রসে কাছ থেকে হেডেই সমতা টানেন রাশফোর্ড।
কিন্তু বার্সেলোনার সেই স্বস্তি থাকেনি। পরের মিনিটেই আবার গোল হজম করে তারা। কার্লোস সোলেরের হেড প্রথম দফায় ঠেকালেও গোল আটকাতে পারেননি জোয়ান গার্সিয়া। সোলেরের কাট-ব্যাক থেকে বল জালে পাঠান গেদেস। তাতেই নিশ্চিত হয় জয়।
২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৬টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ।