হোম > খেলা

ইয়ানসেনের তোপে ২০১ রানে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাট হাতে ভারতকে বেশ ভালোই ভুগিয়েছেন মার্কো ইয়ানসেন। খেলছেন নব্বইয়ের ঘরে ইনিংস। অথচ তার আসল কাজটা তখনো বাকি। বোলার পরিচয়টা ফুটিয়ে তুললেন ভারতকে নাজেহাল করে। জবাবি ইনিংসে ব্যাট করতে নেমে ইয়ানসেনের তোপে প্রথম ইনিংসে ২০১ রানেই গুটিয়ে গেল শুভমান গিলের দল। ১৯.৫ ওভার বল করে ৫ মেইডেনে ৪৮ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার।

১৭৪ রানে ৭ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল ভারত। লাঞ্চ থেকেই ফিরেই ইয়ানসেনের তোপের মুখে পড়তে হয় তাদেরকে। ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদব প্রতিরোধ গড়লেও টিকতে পারেননি। আর মাত্র ২৭ রান যোগ করতেই বাকি ৩ উইকেট হারায় গিলের দল। সুন্দর ৪৮ ও কুলদীপ ১৯ রান করেন।

দক্ষিণ আফ্রিকার বিশাল রানের জবাবি ইনিংসে নেমে শুরুটা দারুণ করেছিলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। দুজন মিলে ৬৫ রান তোলার পর রাহুলের (২২) আউটে ভাঙে জুটি। এরপর জয়সওয়ালও ফিরে যান ৫৮ রান করে। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ভারত।

প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন ব্যাট হাতে দুর্দান্ত খেলা মার্কো ইয়ানসেন। ৬৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সাইমন হার্মার। ১টি উইকেট নিয়েছেন কেশভ মহারাজ।

এর আগে দক্ষিণ আফ্রিকার শুরুর ব্যাটিংটা ছিল দুর্দান্ত। তাতে চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু প্রথম দিনের শেষ দিকে কুলদীপ যাদবের ঘূর্ণি জাদুতে স্বস্তি পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় দিনে এসে সেই স্বস্তিই শেষে অস্বস্তিতে রূপ নিয়েছে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সেনুরান মুথুস্যামি হাঁকিয়েছেন সেঞ্চুরি।

তার সঙ্গে ৯০ পেরোনো ইনিংস উপহার দিয়েছেন মার্কো ইয়ানসেন। দুজনের ব্যাটিং দাপটে ভারতীয় বোলিং প্রতিরোধ সামলে রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা। ব্যাটিংয়ে দাপট দেখিয়ে দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে অতিথিরা। প্রথম ইনিংসে সফরকারীরা করেছে ৪৮৯ রানের সংগ্রহ।

ভারতের হয়ে একাই চার উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। তার সঙ্গে দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা।

দুই ম্যাচেই জয় চায় নারী দল

যৌন হয়রানি প্রতিকারে ক্রীড়া সাংবাদিকদের উদ্যোগ

কঠিন সময়ে মোহামেডানের রোমাঞ্চকর জয়

রংপুর-সিলেটের জয়

ফের শিরোপা জিতল ভারত

স্পিনারদের বিপক্ষেই ম্যাচ হেরেছে বাংলাদেশ

ভারত বনাম ইয়ানসেনের লড়াইয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ব্রুনাইকে গোল-বন্যায় ভাসাল বাংলাদেশ

প্রোটিয়াদের বোলিং তোপ, ব্যাটিং বিপর্যয়ে ভারত

ফাইনালে মুখোমুখি ভারত ও চাইনিজ তাইপে