হোম > খেলা

রসিংটনের রেকর্ডে চট্টগ্রামের প্রথম জয়

স্পোর্টস রিপোর্টার

বিমান থেকে নেমে ঘণ্টা দুয়েকের মাথায় ম্যাচ খেলতে নেমেছিলেন অ্যাডাম রসিংটন। সে ফলটাও পায় খানিক সময়ের মধ্যেই। রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচে ২ বলে ১ রানে আউট হন তিনি। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালেন এই অ্যাডাম রসিংটন। উইকেটের পেছনে দাঁড়িয়ে করেন চার স্ট্যাম্পিং। উইকেটের পেছনে দারুণ পারফরম্যান্সের পর ব্যাট হাতে ৬০ রানের ঝোড়ো ইনিংসে চট্টগ্রাম রয়্যালসকে এনে দেন প্রথম জয়। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার ম্যাচসেরা পারফরম্যান্সে ১০ উইকেটের জয় পায় চট্টগ্রাম।

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা থেকে সরে যায় মালিকপক্ষ। ফলে বিপদে পড়া দলটিকে উদ্ধার করে বিসিবি। নিয়ে নেয় দলটির মালিকানা। নানান বিতর্ক তৈরি করা দলটির প্রথম ম্যাচে বিদেশি ক্রিকেটার নামানো নিয়েই ছিল শঙ্কা। শেষ মুহূর্তে দুই বিদেশি মির্জা তাহির বেগ ও মাসুদ গুরবাজকে ভিড়িয়ে হয় শেষ রক্ষা। বিদেশি সংকট ছিল দলটির দ্বিতীয় ম্যাচেও। সেই সংকট কাটিয়ে ওঠে তৃতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। সংকট কাটিয়ে ওঠার ম্যাচে ঢাকাকে ১০ উইকেট হারিয়েছে ওই বিদেশিদের সৌজন্যে।

আগে ব্যাট করে ১২২ রানে থামে ঢাকা ক্যাপিটালসের ইনিংস। জবাবে, ঢাকার বোলারদের ওপর দাপট দেখান চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও অ্যাডাম রসিংটন। ৭৬ বলে নিশ্চিত করে দেন দলের জয়। কোটি টাকায় চট্টগ্রামে যোগ দেওয়া ওপেনার নাঈম প্রথম দুই ম্যাচে ছিলেন খানিকটা ফ্লপ। ওই দুই ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে ছিলেন ব্যর্থ। তৃতীয় ম্যাচে দারুণ শুরুর পর ইনিংসটা বড় করে ৪০ বলে করেন ৫৪ রান। তার ১৩৫ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল ৭ চার ও এক ছক্কা। তার ওপেনিং সঙ্গী অ্যাডাম রসিংটন ছিলেন আরো আগ্রাসী। তিনি ব্যাট করেছেন ১৬৬ স্ট্রাইক রেটে। ৩৬ বলে ৯ চার ও দুই ছক্কায় করেন অ্যাডাম রসিংটন। তাতে মাত্র ৭৬ বলে নিশ্চিত হয় তাদের জয়।

বন্দরনগরীর দলটিকে থামাতে ৭ বোলার ব্যবহার করেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তবে কাঙ্ক্ষিত সাফল্যটা আর ধরা দেয়নি। চট্টগ্রামের ব্যাটাররা হারাননি পথ।

এর আগে দুই বল বাকি থাকতে ১২২ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের দুই বোলার শরিফুল ইসলাম ও তানভীর ইসলামের দারুণ বোলিংয়ে তারা অল্প রানে গুটিয়ে যেতে বাধ্য হয়। দুজনই শিকার করেন তিনটি করে উইকেট। শরিফুল ১৮ রানে তিনটি ও তানভীর ৮ রানে নেন তিন উইকেট। এছাড়া অধিনায়ক শেখ মাহেদি ৩৪ রানে নেন দুই উইকেট। অথচ, অল্প গুটিয়ে যাওয়া গতকাল শামীম পাটোয়ারির দারুণ ব্যাটিংয়ে ছিল ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে। ঢাকার হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩৩ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া উসমান খানের ব্যাটে আসে ২১ রান।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ক্যাপিটালস : ১২২/১০, ১৯.৪ ওভার (সাইফউদ্দিন ৩৩, উসমান ২১, তানভীর ৩/৮)

চট্টগ্রাম রয়্যালস : ১২৩/০, ১২.৪ ওভার (রসিংটন ৬০, নাঈম ৫৪, তাসকিন ০/২৮)

ফল : চট্টগ্রাম রয়্যালস ১০ উইকেটে জয়ী

ম্যাচসেরা : অ্যাডাম রসিংটন।

মোস্তাফিজের ৪০০

রেকর্ডময় রসিংটন ও চট্টগ্রাম

বছরের শুরুতেই হোঁচট মোহামেডানের

নেশনস কাপে বাজে পারফরম্যান্স করে ‘নিষিদ্ধ’ গ্যাবন

২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

সিডনি টেস্ট খেলেই অবসরে খাজা

বিপিএলে চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালসের লড়াই

ব্যাটিং অর্ডার বদলে ইমনের রান বন্যা

সুপার ওভার রোমাঞ্চে রাজশাহীর জয়

বছরটা সাফল্যে রাঙাতে চান তপু-আমিরুল-বন্যারা