হোম > খেলা

এশিয়ান দাবায় তাহসিন চ্যাম্পিয়ন

ভিয়েতনামে রানারআপ ফাহাদ

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়া ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র র‍্যাপিড দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। অন্যদিকে, ভিয়েতনামে কুয়াং নিন গ্র্যান্ডমাস্টার-২ দাবায় (স্ট্যান্ডার্ড) রানারআপ হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান।

৭ খেলায় সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছেন তাহসিন। এ টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলঙ্কা, ভারত, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও মালদ্বীপের দাবাড়ুরা অংশ নেন। তাহসিন ৭ রাউন্ডের মধ্যে পাঁচটিতে জয় ও দুটিতে ড্র করেছেন। র‍্যাপিড দাবায় বাংলাদেশের আরেক দাবাড়ু সাকলায়েন মোস্তফা সাজিদ পাঁচ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হন।

নারী বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ৩ পয়েন্ট পেয়ে ৩৬তম হন। এর আগে শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র স্ট্যান্ডার্ড দাবা হয়েছিল। ওই টুর্নামেন্ট খেলতেই মূলত বাংলাদেশের তিন পুরুষ ও এক নারী দাবাড়ু শ্রীলঙ্কায় যান। বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম, তাহসিন তাজওয়ার নবম ও ফিদে মাস্টার সাজিদ ১৯তম হন।

নারী বিভাগে ওয়াদিফা আহমেদ ১৬তম হন। স্ট্যান্ডার্ড দাবার পর অন্য দুই ফরম্যাট ব্লিটজ ও র‍্যাপিড অনুষ্ঠিত হয়। র‍্যাপিডে গত বুধবার তাহসিন প্রথম হন। অন্যদিকে, ভিয়েতনামের টুর্নামেন্টে ফাহাদ ৯ রাউন্ড খেলে ৫ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন। অসুস্থতার কারণে গতকাল শেষ রাউন্ডে খেলতে পারেননি তিনি। এ টুর্নামেন্টে পাঁচ দেশের দাবাড়ু অংশ নেন।

ভারতে খেলতে না গেলে বিশ্বকাপ থেকে ‘আউট’ বাংলাদেশ

চলছে আইসিসির বোর্ড মিটিং, বাংলাদেশ-ভারত দ্বন্দ্বের সমাধান আজ

ক্রিকেটে বাংলাদেশকে নিষিদ্ধ করতে পিটিশন, খারিজ করে দিল দিল্লির হাইকোর্ট

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

গুরুত্বপূর্ণ লড়াইয়ে বার্সা-লিভারপুল-বায়ার্ন

টিভির পর্দায় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ