মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত হবে সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) অনূর্ধ্ব ১৬ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ বাস্কেটবল দল। এই দলের সম্মানে বিশেষ সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন (বিএফএফ)।
৯ জুন রাজধানীর বনানীর ক্লাব নটরডেমিয়ানে তরুণ বাস্কেটবল খেলোয়াড়দের জন্য এই বিশেষ সম্মাননা আয়োজিত হবে। বিএফএফের চেয়ারম্যান শামিম নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মালদ্বীপে অনূর্ধ্ব ১৬ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অংশ নেবে। সে উপলক্ষ্যে তরুণ এই দলকে উৎসাহিত ও অনুপ্রেরণা দিতে চাই আমরা।