থাইল্যান্ডে চলমান সাফ ফুটসালে পাকিস্তানের কাছে ৫-১ গোলে হারল বাংলাদেশ। পাকিস্তান চারজনের দলে পরিণত হলেও সুযোগ কাজে লাগাতে পারেনি কোচ সাঈদ খোদারাহমির দল। ফলে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়ল বাংলাদেশ ফুটসাল দল। তাদের বাকি আর এক ম্যাচ।
শনিবার শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবেন রাহবার মঈনরা। এ নিয়ে পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন ৭ পয়েন্ট। শিরোপার দৌড়ে এগিয়ে আছে মালদ্বীপ। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে তারা। পাঁচ ম্যাচে পাকিস্তান ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রাউন্ড রবিন লিগে টেবিলের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে খেলার শুরুতে ক্রসবারের ওপর দিয়ে বল উড়ে যায় বাংলাদেশ অধিনায়ক রাহবার ওয়াহেদ খানের। এরপর ফয়সাল হোসেনের শট যায় পোস্টের বাইরে দিয়ে। এই হতাশার পর গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি রাহবার। পরে জাফর খানের দূরপাল্লার শট ফিরিয়ে বাংলাদেশের ত্রাতা জাহিদ হাসান রাব্বী।
এরপরই চারজনের দলে পরিণত হয় পাকিস্তান। হামজার শট রাব্বীর গ্লাভস হয়ে ওপরে উঠে যায়। দ্রুত ক্লিয়ার করতে শট নেন ফয়েজ আহমেদ। কিন্তু বলের সঙ্গে সংযোগ ঠিকঠাক না হলে পরে হেডে বিপদমুক্ত করার চেষ্টা করেন তিনি। তখনই পাকিস্তানের আকিব ফায়সাল শট নিলে তার পা গিয়ে লাগে ফয়েজের থুতনিতে। মারাত্মক ফাউলের কারণে রেফারি তাকে দেন লাল কার্ড। এই সুযোগ লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।