ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচ
আগামী ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ রয়েছে। ম্যাচ দুটির জন্য আজ ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে রাখা হয়েছে দেওয়ান হামজা চৌধুরী ও শমিত সোমকেও।
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন হামজা। শমিতকেও ওই ম্যাচে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। অনুমিতভাবেই দলে রাখা হয়নি ফাহামিদুল ইসলামকে। কেননা, সর্বশেষ হংকংয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ইতালি প্রবাসী এই ফুটবলার। তবে নেপালের বিপক্ষে খেলতে বাধা ছিল না তার।
এশিয়ান কাপ বাছাইপর্বে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একটিতেও জয়ের মুখে দেখেনি তারা। ভারত ও হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচে ড্র করায় বাংলাদেশের সংগ্রহ ‘সি’ গ্রুপে ২ পয়েন্ট। বাছাইপর্ব থেকে হামজাদের বিদায় নিশ্চিত হয়েছে। তবে সামনে ভারতের বিপক্ষে ম্যাচে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল দল
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহমেদ তপু, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজউদ্দিন ও সাদ উদ্দিন।
মিডফিল্ডার : শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা. মো. হৃদয়, হামজা চৌধুরী ও শমিত শোম।
ফরোয়ার্ড : মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।