হোম > খেলা

বরিশালে শেষ টেস্টের রজতজয়ন্তী উদযাপন

স্পোর্টস রিপোর্টার

টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে রোববার (২৯ জুন) বরিশালে টেস্টের রজতজয়ন্তী অনুষ্ঠান হয়ে গেল। দক্ষিণের বিভাগে এসে শেষ হয় গত কয়েকদিন ধরে চলা রজতজয়ন্তী উদযাপন।

বরিশাল নগরীর জীবনানন্দ দাস স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্টে বাংলাদেশের সর্বপ্রথম সেঞ্চুরিয়ান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক সময় জাতীয় দলের হয়ে খেলা শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী ও ফজলে মাহমুদদের মতো ক্রিকেটাররা।

দশম পূর্ণ সদস্য হিসেবে ২০০০ সালের ২৬ জুন আইসিসির টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উপলক্ষ্যে গত ২১ জুন থেকে বিভিন্ন বিভাগে কর্মসূচির আয়োজন করে বিসিবি। টেস্ট ক্রিকেটের মর্যাদা পাওয়ার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দেশের সাতটি ভেন্যুতে অনূর্ধ্ব ১২ সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।

এছাড়া পেসার হান্টের উদ্যোগে নেয় বিসিবি। এসব কর্মসূচিতে অংশ নিতে বরিশাল ছাড়াও এর আগে আরও কয়েকটি বিভাগীয় শহরে উপস্থিত হন বিসিবি বস বুলবুল।

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা