হোম > খেলা

ব্রুনাইকে গোল-বন্যায় ভাসাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ এর বাছাই পর্বে আরো একটি বড় জয় পেয়েছে বাংলাদেশ। আজ ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে হারায় ব্রুনাই দারুসসালামকে। রিফাত কাজী ও অপু জোড়া গোল করেন। এছাড়া অধিনায়ক ফয়সাল, মানিক, আরিফ ও বায়েজীদ বাকি চারটি গোল করেন। এর আগে প্রথম ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে বাংলাদেশের ছেলেরা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলংকার বিপক্ষে, ২৬ নভেম্বর।

চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে খেলার ১৩ মিনিটে বামপ্রান্ত থেকে ফয়সালের পাস থেকে বল পেয়ে গোল উপহার দেন অপু। ২৩ মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোর লাইন ২-০ করেন রিফাত। ৩৬ মিনিটে রিদুয়ানের দুর্দান্ত এক পাস থেকে গোল করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

পরের মিনিটে দূরপাল্লার জোড়ালো শটে গোল করলে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর আরো চারটি গোল করে বাংলাদেশ। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে আগ্রাসী ফুটবলের ছন্দ ধরে রাখে লাল-সবুজের জার্সিধারীরা। ৪৯ মিনিটে রিদুয়ানের পাস থেকে অপু নিজের জোড়া গোল পূর্ণ করেন।

৭৩ মিনিটে ফয়সালের নেওয়ার লম্বা শটে বল রুখে দিয়েছিলেন ব্রুনাইয়ের গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি। এই আক্রমণ থেকে রিফাত নিজের জোড়া গোল পূর্ণ করে নেন। বাংলাদেশ ৬-০ গোলে এগিয়ে যায়। দুই মিনিটের মধ্যে আরেকটি গোল পায় ফয়সালরা। এবার গোলদাতার নাম আরিফ। পেনাল্টি বক্সে জটলার মধ্য থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন তিনি।

বাংলাদেশের পক্ষে অষ্টম গোলটি করেন বায়েজিদ। পুরো ম্যাচে আধিপাত্য বিস্তার করে খেলেছে ব্রুনাই। বাংলাদেশ বেশ কিছু সুযোগ মিস না করলে গোল-উৎসবের আনন্দ আরো বাড়তে পারত।

দুই ম্যাচেই জয় চায় নারী দল

যৌন হয়রানি প্রতিকারে ক্রীড়া সাংবাদিকদের উদ্যোগ

কঠিন সময়ে মোহামেডানের রোমাঞ্চকর জয়

রংপুর-সিলেটের জয়

ফের শিরোপা জিতল ভারত

স্পিনারদের বিপক্ষেই ম্যাচ হেরেছে বাংলাদেশ

ভারত বনাম ইয়ানসেনের লড়াইয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ইয়ানসেনের তোপে ২০১ রানে অলআউট ভারত

প্রোটিয়াদের বোলিং তোপ, ব্যাটিং বিপর্যয়ে ভারত

ফাইনালে মুখোমুখি ভারত ও চাইনিজ তাইপে