হোম > খেলা

২৭৩ রানে অলআউট জিম্বাবুয়ে

মিরাজের ৫ উইকেট

স্পোর্টস রিপোর্টার

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে লিড নেয় জিম্বাবুয়ে। তাদের ইনিংস থামল ২৭৩ রানে। প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছে ক্রেইগ আরভিনের দল। তাদের অলআউট করতে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ। ৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১১তম বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মিরাজ।

প্রথম ইনিংসে ১৯১ রানে থামে টস জেতা বাংলাদেশ। জবাবে ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট। ১৮ রানে কারান ফিরে গেলে এই জুটি ভাঙে। তবে ঠিকই ফিফটি তুলে নেন বেনেট। ৫৭ রানে ইনিংস খেলে নাহিদ রানার শিকার হয়ে ফেরেন এই ওপেনার। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন শন উইলিয়ামস। দল লিড নেওয়ার অল্প সময় পরই বিদায় নেন এই অভিজ্ঞ ব্যাটার।

সেখান থেকে অতিথিদের পৌনে তিনশোর ঘরে নিয়ে যান নায়াশা মায়াভো, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। ৩৫ রান আসে মায়াভোর ব্যাট থেকে। ১৭ রান করেন মুজারাবানি। ২৮ রানে অপরাজিত থাকেন এনগারাভা। মিরাজের মতো বল হাতে আলো ছড়িয়েছেন রানা। ৭৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন এই গতি তারকা। বাকি উইকেট দুটি ভাগাভাগি করে নেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশের ইনিংস: ১৯১/১০

জিম্বাবুয়ের ইনিংস: ২৭৩/১০ (৮০.২ ওভার); উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মায়াভো ৩৫; মিরাজ ৫/৫২, রানা ৩/৭৪

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ৮২ রানে এগিয়ে

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা