হোম > খেলা

ভারতকে ধসিয়ে সমতায় ফিরল নিউজিল্যান্ড

ড্যারিল মিচেলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

শুরুতে সেঞ্চুরি হাঁকান লোকেশ রাহুল। জবাবে সেঞ্চুরি আদায় করেন ড্যারিল মিচেলও। দুজনেই অপরাজিত রইলেন। কিন্তু ইনিংসটা বড় হলো ড্যারিলের। রান উৎসবের ম্যাচে শেষ হাসিও হাসল তার দল। রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৭ উইকেটে বিধ্বস্ত করল নিউজিল্যান্ড। দাপুটে জয়টা এলো ১৫ বল হাতে রেখেই। ভারতের মাঠে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরল কিউইরা। এতে ভারতের বিপক্ষে টানা ৮ ম্যাচের জয়খরাও কাটাল সফরকারীরা।

ম্যাচসেরা ড্যারিল মিচেল ১৩১* রানের হার না মানা দারুণ এক ইনিংস উপহার দেন। ১১৭ বলের ইনিংসটি সাজান ১১ বাউন্ডারি ও ২ ছক্কায়। আর সেঞ্চুরি মিস করে উইল ইয়াং সন্তুষ্ট থাকেন ৮৭ রানে। দুজনের ব্যাটিং নৈপুণ্যে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ২৮৬ রান তুলে জয়ের বন্দরে নোঙর ফেলে ব্ল্যাক ক্যাপস শিবির।

নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ২৮৪ রানের বিশাল পুঁজি গড়ে ভারত। লোকেশ রাহুল ৯২ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কা মেরে অপরাজিত থেকে যান ১১২ রানে। আর ৫৬ রান এনে দেন ওপেনার শুভমান গিল।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২৮৪/৭, ৫০ ওভার (গিল ৫৬, রাহুল ১১২*; ক্লার্ক ৩/৫৬)।

নিউজিল্যান্ড: ২৮৬/৪৭.৩ ওভার (ইয়াং ৮৭, মিচেল ১৩১*, ফিলিপস ৩২*; হার্শিত ১/৫২ ও প্রাসিধ ১/৪৯)।

ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ড্যারিল মিচেল।

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে আলটিমেটাম

আট গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ-ভারতের ড্র

বাংলাদেশে এসে সম্মানিত বোধ করছেন গিলবার্তো

আলো ছড়ালেন রিশাদ

নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে এক পা সিটির

জামাল-মোরসালিনদের সঙ্গে ফিফা ট্রফি ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস

ফিফা বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ক্রিকেটে পিতা-পুত্রের গল্প

যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের ভিসা আবেদন নাকচ ভারতের

ফিফা বিশ্বকাপ ট্রফি আসছে আজ