চ্যাম্পিয়নস লিগ নকআউট ড্র
চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি রিয়াল মাদ্রিদ। তাদের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বেনফিকা। ফলে নবম দল হিসেবে খেলতে হচ্ছে নকআউট পর্বে। সেখানেও ফের বেনফিকা ‘দুঃখ’ হয়ে এসে হাজির। প্লে-অফের ড্র আবারও দুই দলকে দাঁড় করিয়ে দিল মুখোমুখি। শেষ ষোলোয় জায়গা করার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ-বেনফিকা। আজ সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত প্লে-অফ ড্রতে এই লাইনআপ চূড়ান্ত হয়েছে।
এর আগে গ্রুপ পর্বের লড়াইয়ের শেষ ধাপে ১৮টি ম্যাচের মধ্যে রিয়াল-বেনফিকা ম্যাচ শেষ হয়েছিল সবার শেষে। খেলা যোগ করা সময়ে গড়ানোর সময় সরাসরি শেষ আট নিশ্চিতে রিয়ালের দরকার ছিল এক গোল আর বেনফিকার দরকার ছিল এক গোল করে ২৪তম হয়ে প্লে-অফ নিশ্চিত করা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে গোল করে বাজিমাত করে বেনফিকা, একই সঙ্গে রিয়ালকে উপহার দেয় দুঃখ।
লিগ পর্বের নবম থেকে ২৪তম দলকে নিয়ে আজ অনুষ্ঠিত হয় প্লে-অফের ড্র। নিয়মানুযায়ী রিয়ালের প্রতিপক্ষ হওয়ার কথা ২৩তম বোডো/গ্লিমট অথবা ২৪তম বেনফিকা। ড্রয়ে বেনফিকার নামই উঠেছে। রিয়াল-বেনফিকা ছাড়াও ড্রতে আরেকটি রোমাঞ্চকর ‘ম্যাচআপ’ হচ্ছে মোনাকো-পিএসজি। লিগ ওয়ানের দুই দল মানে ‘অল ফ্রান্স ফাইট’।
দুই লেগের প্লে-অফে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। এরপর ২৪ ও ২৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগের ম্যাচ। দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকা দল শেষ ষোলোতে সঙ্গী হবে সেরা আট দলের।
শেষ ষোলোর প্লে-অফে যারা মুখোমুখি
বেনফিকা-রিয়াল মাদ্রিদ
মোনাকো-পিএসজি
কারাবাগ-নিউক্যাসল
বোডো/গ্লিমট-ইন্টার মিলান
গালাতাসারাই-জুভেন্টাস
ডর্টমুন্ড-আটালান্টা
ক্লাব ব্রুগা-অ্যাটলেটিকো মাদ্রিদ
অলিম্পিয়াকোস-লেভারকুসেন