অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ
নেপালের পোখারায় আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর। এ টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নেমে রীতিমতো গোল উৎসব করেছে বাংলাদেশের মেয়েরা। তারা ১২-০ গোলে বিধ্বন্ত করে ভুটানকে। হ্যাটট্রিকসহ চার গোল করেন মুনকি আক্তার। কৃষ্ণা রানি ও আলপি আক্তারও হ্যাটট্রিক করেছেন। গোল পেয়েছেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও মামনি চাকমা। একইদিন অপর ম্যাচে ভারত ১-০ গোলে হারায় নেপালকে। ভারতের সমান তিন পয়েন্ট হলেও টেবিলের শীর্ষে বাংলাদেশ। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভুটানের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশের মেয়েরা। ভুটানের রক্ষণভাগ তছনছ করে একের পর এক গোল উৎসবে মাতে লাল-সবুজ জার্সিধারীরা। অবশ্য প্রথম গোলটি পেতে ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাদের। চোখ ধাঁধানো এক গোলে ডেডলক ভাঙেন মামনি চাকমা। কর্নার থেকে তার বাঁ পায়ের বাঁকানো শটে বল সরাসরি ভুটানের জালে জড়ায়। মামনির এই অলিম্পিক গোলের মাধ্যমে উৎসবের শুরু। এরপর প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে মুনকি ও কৃষ্ণার গোলে স্কোরলাইন ৪-০ করে বাংলাদেশ। বিরতির পর খেলতে নেমে আক্রমণের ধার আরো বাড়ায় কোচ পিটার বাটলারের দল। ছয় মিনিটের ব্যবধানে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা। খেলার শেষদিকে মুনকি ও আলপি আক্তার ঝলকে একের পর এক গোল হজম করে ভুটান। ৭৩ মিনিটে নিজের প্রথম গোলটি পান আলপি আক্তার। খেলা শেষ হওয়ার আগে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফুটবলার। এর মধ্যে আরো দুটি গোল উপহার দেন মুনকি। তার নামের পাশে খেলা হয় চার গোল। পোখারা মাঠের অবস্থা ভালো দেখা যায়নি। তবে প্রতিকূল মাঠে নিজেদের মানিয়ে নিয়ে গোল উৎসবের মধ্য দিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। চার জাতির বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে খেলা হচ্ছে লিগ ভিত্তিতে। পয়েন্ট টেবিলে শীর্ষ দুদল ফাইনাল খেলবে। ৭ ফেব্রুয়ারি হবে ফাইনাল।