হোম > বিশ্ব

হাসপাতালে ইরানের হামলা, যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের সোরোকা হাসপাতালে হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রতিবাদ জানান তিনি।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বিরশেবার সোরোকা হাসপাতালে এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তেহরানের সেই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

এর আগে সোরোকা হাসপাতালের হামলাকে ‌‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধ’ হিসেবে আখ্যা দেন ইসরাইলের উপপররাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, যেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি ‌কোনো সামরিকঘাঁটি নয়, বরং একটি হাসপাতাল এবং এটিই ইসরাইলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র।

হাসকেল বলেন, বিশ্বের এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত।

এর আগে বৃহস্পতিবার সকালে ইসরাইলের সোরোকা হাসপাতালে হামলা চালায় ইরান।

এদিকে ১৭ জুন ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে হামলা চালিয়েছিল ইসরাইল ।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইরান-ইসরাইল।

সিরিয়ার আইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩

আব্রাহাম চুক্তিতে যোগ তবে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি অবস্থান অপরিবর্তিত কাজাখস্তানের

ওডেসা বন্দরে তুর্কি জাহাজ হামলায় এরদোয়ানের যে সতর্কবার্তা

মাথায় গুলি লাগার পরও যেভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

ইমরান ইস্যুতে ইলন মাস্কের কাছে যে আবেদন করলেন সাবেক স্ত্রী

এবার ইসরাইল থাকায় ‘৯৪ সালের ট্রফি ফেরত দেবে ইউরোভিশন বিজয়ী

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর শঙ্কায় লাখ লাখ মুসলিম

ওমান উপসাগরে তেল ট্যাঙ্কার আটক করল ইরান, রয়েছে বাংলাদেশিসহ ১৮ ক্রু

ট্রাম্পের যুদ্ধবিরতি দাবি সত্ত্বে থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ, নেপথ্যে কী

গাজা পুনর্গঠনের খরচ দেয়া উচিত ইসরাইল ও তার মিত্রদের: আলবানিজ