অভিবাসী কর্মীদের জন্য নিয়ম-কানুন আরো কঠোর করলো যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, অভিবাসী কর্মীদের কাজের জন্য অনুমতিপত্রের মেয়াদ এখন থেকে আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না। এরফলে ক্ষতিগ্রস্ত হবেন হাজার হাজার অভিবাসী কর্মী। খবর সিএনবিসির।
স্বরাষ্ট্রবিভাগ জানিয়েছে, আজ (৩০ অক্টোবর) থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। এখন থেকে যেসব অভিবাসী কাজের অনুমতিপত্র নবায়নের জন্য আবেদন করবেন, তারা আর স্বয়ংক্রিভাবে মেয়াদ বাড়ানোর সুবিধা পাবেন না।
আগের নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণীর অভিবাসী সময়মতো ওয়ার্ক পারমিট নবায়নের জন্য আবেদন করলে, তিনি আবেদন বিবেচনার সময় সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন।
মার্কিন স্বরাষ্ট্র বিভাগ বলছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হল স্বয়ক্রিয়ভাবে নবায়ন করলে জালিয়াতি বা ঝঁকির সম্ভাবনা থাকে, তা বন্ধ করা।
আরএ