হোম > বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁইছুঁই, কেন এই ঊর্ধ্বগতি

আমার দেশ অনলাইন

ছবি: খালিজ টাইমস।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন ডলার দুর্বল হওয়ায়, বিনিয়োগকারীরা ফের ঝুঁকছেন নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে, যার ফলে দামের ঊর্ধ্বগতিতে রয়েছে স্বর্ণ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে গ্রামপ্রতি ৫২৪ দশমিক ৫০ দিরহামে হয়েছে, এটি চলতি বছরের সর্বোচ্চ দামের খুব কাছাকাছি। আগের দিন সকালে দাম ছিল ৫২১ দশমিক ৭৫ দিরহাম।

চলতি বছরের ২১শে অক্টোবর, স্বর্ণের সর্বোচ্চ দাম ৫২৫.২৫ দিরহামে পৌঁছেছিল, তারপর ধীর গতিতে কিছুটা কমে আবার বেড়ে যায়।

বৃহস্পতিবার দুবাইয়ের বাজারে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম ছিল-২২ ক্যারেট-৪৮৫.৭৫ দিরহাম, ২১ ক্যারেট-৪৬৫.৭৫ দিরহাম, ১৮ ক্যারেট-৩৯৯.২৫ দিরহাম।

এক্সটিবি মেনা-এর সিনিয়র মার্কেট বিশ্লেষক হানি আবুআগলা বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন ডলার দুর্বল হওয়া এবং ট্রেজারি ইয়েল্ড কমে যাওয়ার ফলে স্বর্ণের মুদ্রা লাভবান হচ্ছে। তার মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগ এবং রাজনৈতিক হস্তক্ষেপের শঙ্কাও বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে।

তিনি আরো বলেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় চলমান ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক ঝুঁকি বাড়িয়েছে, যা স্বর্ণের দামে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

অনেক বিশেষজ্ঞ ২০২৫ সালকে স্বর্ণের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে বর্ণনা করেছেন, সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়েছে স্বর্ণ কীভাবে এখনো গুরুত্বপূর্ণ।

হানির আরো বলেন, বিপরীতমুখী মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক কার্যকলাপে যেকোনো ঊর্ধ্বমুখী সময় কিংবা বিধিনিষেধমূলক নীতির আশঙ্কা স্বর্ণকে আরো শক্তিশালী করতে পারে।’

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে ইউরোপকে অধিক নির্ভরতা কমাতে হবে

ট্রাম্পের হুমকি: কলম্বিয়া সেনাবাহিনীর প্রতি যে আহ্বান মাদুরোর

মার্কিন শুল্ক চাপে ভারত, মুক্ত বাণিজ্য চুক্তির আশ্রয়ে নয়া কৌশল

হরমুজ দ্বীপে বৃষ্টির পর রক্তলাল হলো মাটি ও সমুদ্রের পানি

১২৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর পার করেছে আর্কটিক

৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

বন্ডির ঘটনার পর অস্ট্রেলিয়ায় ঘৃণামূলক বক্তব্যে কড়াকড়ি

বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি, ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ইরান

জন্মহার বাড়াতে চীনে নেওয়া হচ্ছে অভিনব সব উদ্যোগ