হোম > বিশ্ব

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ইরান। এমন পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ইসরাইল। ইসরাইলি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের দমন-পীড়নের বিরুদ্ধে ইরানকে সতর্ক করে দিয়েছেন। নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, যা অভূতপূর্ব। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত!!!’

সপ্তাহান্তে ইসরাইলের নিরাপত্তাবিষয়ক সভায় উপস্থিত সূত্রগুলো উচ্চ সতর্কতামূলক পদক্ষেপ বলতে আসলে কী বোঝায় তা বিস্তারিত জানায়নি। জুন মাসে ইসরাইল ইরানে হামলা চালায়। ১২ দিনের যুদ্ধের শেষ দিনগুলোতে ইসরাইলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র।

শনিবার এক ফোনালাপে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ফোনালাপ চলাকালে উপস্থিত এক সূত্র এ কথা জানায়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, দুই ব্যক্তির মধ্যে কথা হয়েছে, কিন্তু তারা কোন বিষয়ে আলোচনা করেছেন তা তিনি জানাননি।

গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে ভয়াবহ বিক্ষোভ চলছে। মূলত ইরানি মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন এবং ক্রমাবনত অর্থনৈতিক পরিস্থিতির জেরে এই আন্দোলন শুরু হয়। ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের আশপাশে প্রথম বিক্ষোভ দেখা দিলেও পরে তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরএ

যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরায় বাংলাদেশের ক্ষতি কতটা

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ‘রহস্যময় অস্ত্র’ ব্যবহারের দাবি

আইআরজিসি ইস্যুতে ইইউর প্রতি যে আহ্বান ইসরাইলের

মুম্বাইকে ‘বাংলাদেশিমুক্ত’ করার ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

ইরানে সংঘাতে প্রাণ গেল নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যের

খালিদ প্রসঙ্গে মামদানিকে নিজের চরকায় তেল দেওয়ার আহ্বান ভারতের

নেতানিয়াহুর শীর্ষ সহযোগী আটক, নেপথ্যে কী

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

বাংলাদেশ ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান

ইরানে বিক্ষোভের নেপথ্যে কারা, মিলল চাঞ্চল্যকর তথ্য