ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইতালির প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই স্বীকৃতি দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষা করতে এবং মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির ভিত্তি সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার আনাদোলুর বরাতে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, শুক্রবার রোমে ব্রাদার্স অফ ইতালি পার্টির বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আব্বাস বলেন, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই এই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র উপায়।
তিনি বলেন, একটি পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র কারও জন্য নিরাপত্তার বোঝা হবে না; বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতার উৎস হিসেবে কাজ করবে এবং নিরাপত্তা বজায় রাখা ও শান্তি প্রতিষ্ঠায় দায়িত্বশীল অংশীদার হবে।
আব্বাস আরও বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে চায়—একটি আধুনিক রাষ্ট্রে, যেখানে গণতন্ত্র, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, বহুত্ববাদ, সাম্য এবং সহিংসতা প্রত্যাখ্যানের নীতি সমুন্নত থাকবে।
তার ভাষায়, “ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলো শান্তি ও স্থিতিশীলতার ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বিনিয়োগ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়।”
তিনি আশা প্রকাশ করেন, ইতালি দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিয়ে এই পথে অগ্রসর হবে।
উল্লেখ্য, গাজায় দখলদার ইসরাইলের হামলায় ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির পটভূমিতে গত সেপ্টেম্বরে জাতিসংঘের বৈঠকে বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এর ফলে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬০টিতে।