হোম > বিশ্ব

ইরানের আরাক ও নাতাঞ্জ পারমাণবিক চুল্লিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি সংগৃহীত

ইরানের আরাক ও নাতাঞ্জ পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিবৃতিতে দাবি করা হয়, আরাক পারমাণবিক চুল্লির প্লুটোনিয়াম উৎপাদনের জন্য নির্ধারিত অংশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যাতে চুল্লিটি পুনরায় চালু করে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা না যায়।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানের একটি পারমাণবিক চুল্লির কাছাকাছি এলাকায় হামলা চালানো হয়েছে। তবে চুল্লিটি সরাসরি আক্রান্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই চুল্লিটি তেহরান থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এই চুল্লিটি এমনভাবে তৈরি যে এটি উচ্চক্ষমতাসম্পন্ন প্লুটোনিয়াম উৎপাদনে সক্ষম, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।

ইসরাইলের সামরিক বাহিনী আলাদা এক ঘোষণায় বলেছে, তাদের বিমানবাহিনী বুধবার রাতে ইরানের নাতাঞ্জ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যেটি তাদের ভাষ্যমতে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো।

আইডিএফ বলছে, ‘এই স্থাপনায় এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয়, এবং সেখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে।’

নাতাঞ্জে এর আগেও হামলা হয়েছে। এই সপ্তাহের শুরুতে, বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান বিবিসিকে বলেছেন যে, ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সম্ভবত ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আরএ

নিজস্ব সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরির ঘোষণা তুরস্কের

এবার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণ, নিহত ২

ফিলিস্তিন আমাদের সময়ের নৈতিক দিকনির্দেশনা: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইতালির প্রতি আব্বাসের আহ্বান

সিরিয়ার আইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩

আব্রাহাম চুক্তিতে যোগ তবে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি অবস্থান অপরিবর্তিত কাজাখস্তানের

ওডেসা বন্দরে তুর্কি জাহাজ হামলায় এরদোয়ানের যে সতর্কবার্তা

মাথায় গুলি লাগার পরও যেভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

ইমরান ইস্যুতে ইলন মাস্কের কাছে যে আবেদন করলেন সাবেক স্ত্রী

এবার ইসরাইল থাকায় ‘৯৪ সালের ট্রফি ফেরত দেবে ইউরোভিশন বিজয়ী