হোম > বিশ্ব

ফাঁস হওয়া ভিডিওতে আসাদ: খাবার কিনতে পারে না মসজিদে ব্যয় করে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার সাবেক উপদেষ্টা লুনা আল-শিবলের মধ্যে কথোপকথনের ভিডিও ফাঁস হয়েছে। এ সংক্রান্ত কিছু ভিডিও আল আরাবিয়ার হাতে এসেছে। এসব ভিডিওতে দেখা যায়, আসাদ সিরিয়ার বিভিন্ন ব্যক্তি এবং ঘটনার সমালোচনা ও উপহাস করছেন।

সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, ফাঁস হওয়া ভিডিও রেকর্ড করার সময় লুনা আল-শিবলের সহকারী আমজাদ ইসা আল-আসাদের সঙ্গে একই গাড়িতে ছিলেন।

তবে ভিডিও কোন সময়ে ধারণ করা হয় তা স্পষ্ট নয়। গত বছর সিরিয়ার বিরোধী বাহিনী আল-আসাদের শাসনের পতন ঘটায়। এরপর তিনি রাশিয়ায় আশ্রয় নেন। সিরিয়ার গৃহযুদ্ধের পুরো সময় আসাদের পাশে ছিল রাশিয়া। তিনি বর্তমানে মস্কোতে বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে।

একটি ভিডিও ক্লিপে দেখা যায়, আসাদ সিরিয়ার জনগণকে নিয়ে ব্যঙ্গ করছেন। সিরীয়দের উপহাস করে তিনি বলেন, ‘খাবার কিনতে পারে না, অথচ মসজিদে ব্যয় করে।’

অন্য একটি অংশে আল-আসাদের কাছে আলশিবল জানতে চান, দেশজুড়ে তার ছবি দেখলে তার কেমন অনিভূতি হয়? আসাদ বলেন, তার কিছুই ভালো-মন্দ কিছুই মনে হয় না।

সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে আল-আসাদ বলেন, ‘এটা নিয়ে আমি লজ্জিত নই, বরং আমি বিরক্ত।’

আরেকটি ভিডিওতে আল-আসাদকে সিরিয়ার একটি অজ্ঞাত স্থানে গাড়ি চালাতে দেখা যাচ্ছে, লুনা আল-শিবল তার কাছে জানতে চান, ‘আমরা গোউটা ছেড়ে যেতে যাচ্ছি, এ নিয়ে কী বলতে পারি?’ জবাবে সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘গোল্লায় যাক গৌউটা’। আল-আসাদ সেনাদের নিয়েও উপহাস করেন।

ফাঁস হওয়া ভিডিও সিরীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। কারণ এসব ভিডিও ক্লিপ প্রমাণ কেরে, তিনি তার জনগণের দুঃখ-দুর্দশ নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেছেন।

আরএ

ফাঁস হওয়া ভিডিওতে আসাদ: ঘৌতা জাহান্নামে যাক

তাইওয়ানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

কাতারের আমিরকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ

নেতানিয়াহুকে মামদানির গ্রেপ্তারের ঘোষণা: আন্তর্জাতিক আইন কী বলে?

রাশিয়ায় কেমন জীবন কাটছে স্বৈরশাসক আসাদের

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা ‘গঠনমূলক কিন্তু কঠিন’: জেলেনস্কি

শান্তির জন্য ‘রাষ্ট্র বহির্ভূত’ শক্তির সাথেও সংলাপের আহ্বান কাতারের

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তোকে ইসলামাবাদে স্বাগত জানালেন শাহবাজ ও জারদারি

দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করছে ভারতের ‘নিউ নরমাল’ নীতি

ভারতের উস্কানিমূলক বক্তব্যের কড়া জবাব পাকিস্তানের