সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার সাবেক উপদেষ্টা লুনা আল-শিবলের মধ্যে কথোপকথনের ভিডিও ফাঁস হয়েছে। এ সংক্রান্ত কিছু ভিডিও আল আরাবিয়ার হাতে এসেছে। এসব ভিডিওতে দেখা যায়, আসাদ সিরিয়ার বিভিন্ন ব্যক্তি এবং ঘটনার সমালোচনা ও উপহাস করছেন।
সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, ফাঁস হওয়া ভিডিও রেকর্ড করার সময় লুনা আল-শিবলের সহকারী আমজাদ ইসা আল-আসাদের সঙ্গে একই গাড়িতে ছিলেন।
তবে ভিডিও কোন সময়ে ধারণ করা হয় তা স্পষ্ট নয়। গত বছর সিরিয়ার বিরোধী বাহিনী আল-আসাদের শাসনের পতন ঘটায়। এরপর তিনি রাশিয়ায় আশ্রয় নেন। সিরিয়ার গৃহযুদ্ধের পুরো সময় আসাদের পাশে ছিল রাশিয়া। তিনি বর্তমানে মস্কোতে বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে।
একটি ভিডিও ক্লিপে দেখা যায়, আসাদ সিরিয়ার জনগণকে নিয়ে ব্যঙ্গ করছেন। সিরীয়দের উপহাস করে তিনি বলেন, ‘খাবার কিনতে পারে না, অথচ মসজিদে ব্যয় করে।’
অন্য একটি অংশে আল-আসাদের কাছে আলশিবল জানতে চান, দেশজুড়ে তার ছবি দেখলে তার কেমন অনিভূতি হয়? আসাদ বলেন, তার কিছুই ভালো-মন্দ কিছুই মনে হয় না।
সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে আল-আসাদ বলেন, ‘এটা নিয়ে আমি লজ্জিত নই, বরং আমি বিরক্ত।’
আরেকটি ভিডিওতে আল-আসাদকে সিরিয়ার একটি অজ্ঞাত স্থানে গাড়ি চালাতে দেখা যাচ্ছে, লুনা আল-শিবল তার কাছে জানতে চান, ‘আমরা গোউটা ছেড়ে যেতে যাচ্ছি, এ নিয়ে কী বলতে পারি?’ জবাবে সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘গোল্লায় যাক গৌউটা’। আল-আসাদ সেনাদের নিয়েও উপহাস করেন।
ফাঁস হওয়া ভিডিও সিরীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। কারণ এসব ভিডিও ক্লিপ প্রমাণ কেরে, তিনি তার জনগণের দুঃখ-দুর্দশ নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেছেন।
আরএ